• LIVE: তাহেরপুরে পৌঁছলেন মোদী, জোড়া সভা থেকে কী বার্তা?
    আজ তক | ২০ ডিসেম্বর ২০২৫
  • SIR আবহে বাংলায় প্রথম জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর হেলিকপ্টারে করে তিনি পৌঁছবেন নদিয়ার তাহিরপুরে। সেখানে নেতাজি পার্কের মাঠে প্রথম কর্মসূচি রয়েছে তাঁর। সেখানে সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। একাধিক প্রকল্পের শিলান্যাস করার পর ওই মাঠেই আরও একটি অন্য একটি মঞ্চে হবে রাজনৈতিক জনসভা। SIR আবহে মতুয়াদের একটি বিরাট অংশের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকা থেকে। এলাকায় তীব্র আতঙ্ক রয়েছে। ফলে মতুয়াদের অভয় দিতে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সকলে।  

    Live Updates: 

    > নেতাজি পার্কের মাঠে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানালেন তিনি।

    > নদিয়ার তাহেরপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

    > এদিনের প্রশাসনিক সভা থেকে ৩ হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশের কাজ হয়েছে। এই রাস্তাকে চার লেন করা হয়েছে। এই অংশটির উদ্বোধন করবেন মোদী। এছাড়া বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলা হবে। তারও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

    > কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করিও থাকবেন এদিনের সভায়। 

    > তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে এসে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ জনের। ঘটনাটি ঘটেছে তাহেরপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায়।

    > নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যেতে বাধা দেওয়া অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বহরমপুর সাংগঠনিক জেলা থেকে BJP-র নেতাকর্মীরা শনিবার সকালে তাহেরপুরের উদ্দেশে যাচ্ছিলেন, সেই সময় ১২ নম্বর জাতীয় সড়কে পুলিশ গাড়ি আটকায় বলে অভিযোগ। 

    > কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাবেন তাহেরপুর। 

    > সকাল সাড়ে ১০টায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতর করবেন প্রধানমন্ত্রী।  

    রিফ্রেশ করতে থাকুন...
  • Link to this news (আজ তক)