• প্রধানমন্ত্রী মোদী কখন নামবেন কলকাতায়, নদিয়ায় জনসভা কখন? রইল পুরো টাইমটেবিল
    আজ তক | ২০ ডিসেম্বর ২০২৫
  • আজ নদিয়ার তাহেরপুরে আসছেন মোদী। সভা করবেন ৬ বছর পর। ভোটমুখী বাংলায় তাঁর এই সভা অত্যন্ত তাৎপূর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

    তাঁদের মতে, ইতিমধ্যেই বাংলায় SIR খসড়া ভোটার তালিকা বেরিয়ে গিয়েছে। সেখানে বাদের খাতায় নাম উঠেছে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিন্দু বা বলা ভাল মতুয়াদের একাংশের। যার ফলে বাড়ছে ক্ষোভ। দাবি উঠছে দ্রুত নাগরিকত্ব দেওয়ার। আর এমন পরিস্থিতিতে নদিয়ায় সভা করতে চলেছেন মোদী। তিনি SIR এবং নাগরিকত্ব ইস্যুতে ঠিক কী বলেন, সেই বিষয়টার দিকে আলাদা করে নজর থাকবেই।

    কোথায় সভা? 
    শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তাহেরপুর মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি এ দিন প্রশাসনিক সভাও করবেন। 

    তাঁর সঙ্গে কে থাকবেন? 
    এই সভায় তাঁর পাশে দেখা যেতে পারে কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি। এখন দেখার তাঁরা দুইজন এখান থেকে ঠিক কী বার্তা দেন। 

    আজকের কর্মসূচি...
    তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে হবে আজকের জনসভা। এই মাঠের থেকে ঠিক ১ কিমি দূরে নামবেন প্রধানমন্ত্রী বলেই খবর। 

    যতদূর জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী সকাল ১০টা নাগাদ নামবেন কলকাতা বিমানবন্দরে। সেখানে থেকে তাহেরপুর যাবেন হেলিকপ্টারে। সকাল ১০টা ৩৫ নাগাদ তিনি হেলিকপ্টারে উঠবেন। তাহেরপুরে নামবেন ১১টা ৫ মিনিটে। এরপর গাড়ি করে ১১টা বেজে ১৫ মিনিটে পৌঁছবেন নেতাজি পার্ক ময়দানে। 

    এরপর সেখানে প্রশাসনিক সভা করবেন মোদী। সেই সভা চলবে আধ ঘণ্টা। এই সভায় দাঁড়িয়েই তিনি ৩,২০০ কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। এই সভা চলবে ১১.৪৫ পর্যন্ত। 

    সড়ক উদ্বোধন করবেন
    এ দিন প্রশাসনিক সভা থেকে ৩,২০০ কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন বলে খবর। 

    এক্ষেত্রে ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশের কাজ হয়েছে। এই রাস্তাকে চার লেন করা হয়েছে। এই অংশটির উদ্বোধন করবেন মোদী। এছাড়া বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলা হবে। তারও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

    কখন জনসভা?
    বেলা ১২টা থেকে শুরু হবে জনসভা। ১২.৪৫ পর্যন্ত তিনি সভার মঞ্চে থাকবেন। এখন দেখার তিনি সেখান থেকে কী বক্তব্য দেন। তাঁর মুখে মতুয়াদের আশ্বাসবাণী থাকে কি না।


    ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজ শেষ হয়েছে। সেই অংশেরই আনুষ্ঠানিক উদ্বোধন শনিবার মোদীর হাতে হবে। পাশাপাশিই বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজের শিলান্যাস করবেন তিনি। ১১.৪৫ মিনিটে সভা শেষ করহবেন।

     
  • Link to this news (আজ তক)