গুয়াহাটি, ২০ ডিসেম্বর: মর্মান্তিক দুর্ঘটনা। অসমের হোজাইতে সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল সাত হাতির। আঘাত পেয়েছে একটি হস্তিশাবক। এই দুর্ঘটনার জেরে রাজধানী এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। যদিও ট্রেনে থাকা যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে খবর। তবে এই দুর্ঘটনার জেরে অসমে রেল পরিষেবা ব্যাহত। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় রেলের আধিকারিক, পুলিশ ও বনকর্মীরা। আঘাতপ্রাপ্ত হস্তিশাবকটিকে উদ্ধার করা হয়েছে। রেল সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।অসমের গুয়াহাটি থেকে ১২৬ কিমি দূরে দুর্ঘটনাস্থল। ইতিমধ্যেই রিলিফ ট্রেন পৌঁছেছে দুর্ঘটনাস্থলে, উদ্ধারকাজ শুরু হয়েছে। রেল সূত্রে খবর, হাতিদের দেহাংশ লাইনে থাকায় অসম ও উত্তর-পূর্বে পরিষেবা ব্যাহত। বন দপ্তর সূত্রে খবর, দুর্ঘটনাস্থলটি হাতির করিডর নয়। কীভাবে ওই জায়গায় হাতির দল এল তা খতিয়ে দেখা হচ্ছে। হাতির দলকে দেখতে পেয়েই ইমার্জেন্সি ব্রেক কষেন ট্রেন চালক। ট্রেনের যাত্রীরা রক্ষা পেলেও, মৃত্যু হয়েছে সাত হাতির। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে রেল সূত্রে খবর। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। গুয়াহাটি রেল স্টেশনে খোলা হয়েছে হেল্পডেস্ক। হেল্পলাইন নম্বরগুলি হল-০৩৬১-২৭৩১৬২১, ০৩৬১-২৭৩১৬২২, ০৩৬১-২৭৩১৬২৩