নিজস্ব প্রতিনিধি, রানাঘাট ও কৃষ্ণনগর: নদীয়ায় ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু! আজ, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর-রানাঘাট শাখায় তাহেরপুর থেকে বাদকুল্লা স্টেশনের মাঝামাঝিতে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরও একজন আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, মৃতদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তাহেরপুরে আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে এসেছিল তারা।ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য করার সময়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন, মুক্তিপদ সূত্রধর(৫৫), রামপ্রসাদ ঘোষ (৭০)। তাদের বাড়ি মুর্শিদাবাদের সবলদহ এলাকায়। মৃত গুপিনাথ দাসের (৩০) বাড়ি মুর্শিদাবাদের মসরডহ এলাকায়। আর একজন মৃতের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তার বাড়ি সাগরদীঘি এলাকায়। প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য গতকাল, শুক্রবার রাত এগারোটার সময়ে বেরিয়েছিল তারা। বাসে করে তারা নদীয়ার সভাস্থলে আসছিল। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ তাহেরপুরে পৌঁছয়। তারপরেই রেললাইনের উপর প্রাতঃকৃত্য করার সময়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চারজনের।