• রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু অসমে! লাইনচ্যুত বহু কামরা
    প্রতিদিন | ২০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা অসমে। মাঝরাতের অন্ধকার ও কুয়াশার কারণে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অন্তত ৮টি হাতির। জখম একটি শাবক। আর সেই ধাক্কার কারণে পাঁচটি কামরা লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রীদের কারও হতাহতের খবর নেই। দুর্ঘটনার কারণে ওই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

    ঠিক কী হয়েছিল? সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, সাইরং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস রাত ২টো ১৭ মিনিটে দুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে ১২৬ কিমি দূরে। হোজাই জেলার ওই জায়গাটি ‘এলিফ্যান্ট করিডর’ হিসেবে চিহ্নিত নয়। আচমকাই লোকো পাইলট দেখতে পান হাতির পাল দাঁড়িয়ে রয়েছে লাইনের উপরে। তিনি দ্রুত এমার্জেন্সি ব্রেক চিপে দেন। কিন্তু এতদসত্ত্বেও এড়ানো যায়নি দুর্ঘটনা। ট্রেনে কাটা পড়ে ৮টি হাতি। লাইনচ্যুত হয় পাঁচটি বগি। দুর্ঘটনার পরই দ্রুত দুর্ঘটনা-ত্রাণ ট্রেন ও রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন। 

    সূত্রানুসারে, লাইনের উপরে যত্রতত্র হাতিদের দেহাংশ ছড়িয়ে থাকতে দেখা যায়। তাছাড়া একসঙ্গে এতগুলি বগি লাইনচ্যুতও হয়ে পড়েছিল। ফলে স্বাভাবিক ভাবেই দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর ফলে অসম ও উত্তর-পূর্বের অন্যত্রও ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কামরাগুলিতে থাকা যাত্রীদের অবশিষ্ট কামরাগুলির খালি বার্থে জায়গা করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ট্রেন গুয়াহাটি পৌঁছলে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়া হবে ট্রেনটিতে। এরপর গন্তব্যের দিকে এগোবে রাজধানী এক্সপ্রেস। 
  • Link to this news (প্রতিদিন)