• মোদির সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা, তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত চার
    প্রতিদিন | ২০ ডিসেম্বর ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: এসআইআর আবহের মধ্যেই আজ শনিবার বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাহেরপুরে সভা আছে তাঁর। ইতিমধ্যে সভায় ভিড় বাড়তে শুরু করেছে। এর মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চারজনের। ঘটনায় আহত আরও দুই। গুরুতর অবস্থায় একজনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, মৃত এবং আহত সবার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। মোদির সভায় যোগ দিতেই তাঁরা নদিয়ার তাহেরপুরে এসেছিলেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে রেল এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

    এদিন সকালে ঘটনাটি ঘটেছে তাহেরপুর স্টেশনের কাছে। জান গিয়েছে, মোদির সভায় যোগ দিতে শুক্রবার রাতে মুর্শিদাবাদ থেকে ৪০ জন আসেন। সবার বাড়িই বড়ঞার সাবলদহ গ্রামে বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যেই কয়েকজন ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান। সেই সময় ধেয়ে আসা ট্রেনের ধাক্কায় একেবারে লাইনে ছিটকে পড়েন চারজন। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। অন্যদিকে ঘটনায় গুরুতর অবস্থায় আরও একজনকে স্থানীয় শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, একজনের অবস্থা গুরুতর।

    তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে এদিন সকালের দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। ট্রেন আসছে তা বুঝতে না পারার কারণেই এই দুর্ঘটনা। যদিও অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, মতুয়াগড় হিসাবেই পরিচিত নদিয়া তাহেরপুর। সেখানেই এদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরে ক্রমশ চড়ছে পারদ। এর মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)