‘মতুয়া বলেই নাম নেই?’ SIR আবহে মোদির সফরে ‘গো ব্যাক’ পোস্টারে ছয়লাপ নদিয়া
প্রতিদিন | ২০ ডিসেম্বর ২০২৫
সুবীর দাস, কল্যাণী: এসআইআর আবহে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খসড়া ভোটার তালিকায় ইতিমধ্যে একাধিক মতুয়ার নাম বাদ পড়েছে। যা নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি শাসকদল তৃণমূল। এই আবহেই মতুয়াগড় নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক এবং রাজনৈতিক সভা। তার আগেই চাকদহের পুমলিয়া ১২ নম্বর জাতীয় সড়কে পাশে ‘গো ব্যাক মোদি’ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। শুধু তাই নয়, মোদি ও কেন্দ্রীয় সরকার বিরোধী একাধিক পোস্টার টাঙানো হয়েছে। যদিও তা কে বা কারা দিল তা স্পষ্ট নয়। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছে, সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মতুয়া প্রভাবিত বিধানসভা কেন্দ্রগুলিতেই। শুধুমাত্র রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণেই ৪২ হাজার মতুয়ার নাম বাদ পড়ায় চাঞ্চল্য শুরু হয়েছে। ফের উদ্বাস্তু হওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে তাঁদের। আর এতেই মতুয়া ভোটব্যাঙ্ক নিয়ে আশঙ্কার মেঘ বঙ্গ বিজেপির ঘরে। এর মধ্যেই এই পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু ‘গো ব্যাক স্লোগান’ নয়, বাদকুল্লাতেও এরকম মোদী বিরোধী একাধিক পোস্টার পড়েছে। যার কোনটিতে লেখা, ‘আমি মতুয়া তাই কি আমার ভোটার তালিকায় নাম নেই’, আবার কোনটিতে লেখা, ‘আসামে ১২ লক্ষ হিন্দু বেনাগরিক, বাংলায় টার্গেট কত মোদি?। এছাড়াও আরও বিভিন্ন পোস্টার টাঙানো হয়েছে।
ইতিমধ্যে যদিও সমস্ত বিতর্কিত ব্যানার, পোস্টার খুলে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে। যদিও এর সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে পালটা দাবি শাসকদল তৃণমূলের।
উল্লেখ্য, তাহেরপুরে প্রধানমন্ত্রীর জন্য দু’টি আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। একটিতে তিনি প্রশাসনিক সভা করবেন। সেখান থেকে ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস করবেন। বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত ৬৬.৭ কিলোমিটার দীর্ঘ ৪ লেন রাস্তার উদ্বোধন করবেন। অন্যদিকে বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত ৪ লেনে উন্নতি করার প্রকল্পের উদ্বোধন করবেন। তারপর ১২ নাগাদ পাশেই তৈরি হওয়া পরিবর্তন সংকল্প সভায় যোগ দেবেন মোদি। সকাল থেকেই সভামঞ্চে ভিড়। আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা।