• ভয় ধরাচ্ছে বাংলাদেশ! কখন কোথায় হামলা, কেউ জানেন না
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: এখন সারা দিনে কলকাতা ও বাংলাদেশের মধ্যে চারটি ফ্লাইট চলে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, সে দেশের এয়ারলাইন্স — বিমান বাংলাদেশ (বিজি) এবং বাংলাদেশের বেসরকারি সংস্থা ইউএস বাংলা–এর। এর মধ্যে শুক্রবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অপারেট করেনি। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, ওসমান হাদির দেহ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছনোর কারণে বিজি–র ফ্লাইট প্রায় চার ঘণ্টা দেরিতে শহরে নামে।

    বাংলাদেশের উত্তাল এই পরিস্থিতির উপরে নজর রাখছে ভারত সরকার। তাই, শুক্রবার যাঁরা বাকি তিনটি ফ্লাইটে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন, তাঁদের সঙ্গে সে দেশের পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেছেন গোয়েন্দারা। সেই কথোপকথন রিপোর্ট আকারে দিল্লিতে পাঠানো হয়েছে বলে বিমানবন্দর সূত্রের খবর। যদিও কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানাচ্ছে, এখন প্রায় নিয়মিতই বাংলাদেশ থেকে আসা যাত্রীদের উপরে বিশেষ নজর দিয়েছে কেন্দ্র। তা নিয়ে নিয়মিত রিপোর্টও পাঠানো হচ্ছে। তবে, বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চর অন্যতম নেতা ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে বাংলাদেশ জুড়ে যে অরাজক ছবি ছড়িয়ে পড়েছে, তাতে পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে।

    সূত্রের খবর, এখন ঢাকা থেকে ফ্লাইটে যে বাংলাদেশিরা কলকাতায় নামছেন, তাঁদের বেশিরভাগই এ দেশের কোনও শহরে চিকিৎসার জন্য মেডিক্যাল ভিসা নিয়ে আসছেন। যদিও ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, অনেকেই মেডিক্যাল ভিসা–কে ঢাল করে অন্য উদ্দেশ্যেও আসছেন। শুক্রবারেও কলকাতায় নামা বেশিরভাগ বাংলাদেশিই জানিয়েছেন, তাঁরাও মূলত চিকিৎসার জন্যই এসেছেন। কমেছে যাত্রীসংখ্যাও। শুক্রবার সন্ধ্যায় ইন্ডিগোর ফ্লাইটে এসেছেন মাত্র ৫৫ জন।

    সে দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতে শহরে আসা বেশিভাগ যাত্রীই জানিয়েছেন, যে এলাকা হিন্দু–অধ্যুষিত, সেখানে সমস্যা নেই। যে এলাকায় হিন্দু সংখ্যালঘু, সমস্যা মূলত সেখানেই। অভিযোগ, মিথ্যে মামলা দিয়ে ধরপাকড় চলছে সেখানে। চলছে মারধরও। শহরে নেমে যাত্রীরা বলছেন, সকলেই ভীত! সন্ত্রস্ত! পরিচিত অনেকেই শাখা–সিঁদুর আপাতত তুলে রেখেছে! কোথায়, কখন, কার উপরে, কী ভাবে আক্রমণ হবে কিছুই বুঝতে পারছেন না কেউই! রাস্তায় রাস্তায় ব্যারিকেড। যাঁরা ফ্লাইট ধরেছেন, তাঁদের বিমানবন্দরে পৌঁছতেও অনেক দেরি হয়েছে বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)