• মোদীর সভায় যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু, সেই BJP সমর্থকদের বাড়িতে তৃণমূল নেতাদের পাঠালেন অভিষেক
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৫
  • শনিবার নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় তিন বিজেপি সমর্থক। মৃত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করা জন্য এবং তাঁদের পাশে থাকার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মৃত বিজেপি সমর্থকরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা। অভিষেকের নির্দেশ পাওয়ার পরে ইতিমধ্যেই স্থানীয় তৃণমূলের নেতাদের একটি প্রতিনিধি দল মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশে রওনা দিয়েছে।

    এই দুর্ঘটনায় মৃতরা হলেন রামপ্রসাদ ঘোষ (৭২), মুক্তিপদ সূত্রধর (৬৩), গোপীনাথ দাস (৪৭)। তাঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিজেপির ৩ নম্বর মণ্ডলের সভাপতি দীপেন মণ্ডল জানান, এ দিন বাসে করে মোদীর সভাস্থলে পৌঁছেছিলেন তাঁরা। ভোর ৫টা নাগাদ বাসটি সভাস্থলে পৌঁছনোর পরে অনেকে শৌচকর্ম করার জন্য রেললাইনের ধারে গিয়েছিলেন। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। হঠাৎ করে ট্রেন চলে আসায় ছিটকে যান তাঁরা। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত হয়েছেন একজন। এ দিকে এ দিন কুয়াশার কারণে তাহেরপুরে সভাস্থলে সশরীরে হাজির হতে পারেননি মোদী। ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন তিনি। সেখানেই দলীয় সমর্থকদের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেছেন তিনি।

  • Link to this news (এই সময়)