• তাহেরপুরে হলো না মোদী-দর্শন, অডিয়ো বার্তা প্রধানমন্ত্রীর, ‘ভিলেন’ কুয়াশা
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৫
  • খারাপ আবহাওয়ায় ভেস্তে গেল তাহেরপুরের মোদী দর্শন। এ দিন তাহেরপুরে কুয়াশার কারণে নামতেই পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার। ফের কলকাতায় ফিরে আসতে হয়েছে প্রধানমন্ত্রীকে। তার পরে সড়কপথে তাহেরপুর পৌঁছনোর কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই বিষয়ে প্রস্তুতিও নেওয়া হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সশরীরে তাহেরপুর গেলেন না নরেন্দ্র মোদী। কলকাতা থেকেই অডিয়ো বার্তায় তাঁর ভাষণ শুনল তাহেরপুরের জমায়েত।

    এ দিন নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বায়ুসেনার হেলিকপ্টারে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাহেরপুরের দিকে রওনা দেন প্রধানমন্ত্রী। তবে খারাপ আবহাওয়ার কারণে সভাস্থলের কাছে হেলিকপ্টার নামানো সম্ভব না হওয়ায় মাঝপথ থেকেই কপ্টারটি ফিরে আসে কলকাতা বিমানবন্দরে। বিকল্প হিসেবে প্রধানমন্ত্রীকে সড়কপথে তাহেরপুরে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়। প্রায় ৯০ কিলোমিটার পথ অতিক্রম করতে হলে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছিল। কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যবহারের পরিকল্পনাও করা হয়েছে। পাশাপাশি বিকল্প রুট হিসেবে ১২ নম্বর জাতীয় সড়কও প্রস্তুত রাখা হয়েছিল। জেলা ট্রাফিক পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত আধিকারিকরা পরিস্থিতি পর্যালোচনা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সড়কপথে তাহেরপুরে আসার পরিকল্পনা বাতিল করা হয়। কলকাতা থেকেই অডিয়ো বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী।

    তার আগেই তাহেরপুরের জনসভায় রাজ্য বিজেপির সভাপতি জানিয়ে দেন ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • Link to this news (এই সময়)