• বড়দিন ও বর্ষবরণে ‘হাউসফুল’ দিঘায়, হোটেল পেতে পকেট ফাঁকা হতে পারে পর্যটকদের, অগ্রিম বুকিংয়ের আবেদন
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৫
  • বড়দিনের ছুটিতে দিঘা যাওয়ার পরিকল্পনা রয়েছে? তা হলে দেরি না করে আজই বুক করে নিন হোটেলের ঘর। না হলে গুনতে হতে পারে ট্যাঁকের কড়ি। সারা বছরই পর্যটকদের ভিড় থাকে দিঘায়। তবে চলতি বছর বড়দিন বা বর্ষবরণে রেকর্ড ভিড় হতে পারে বলে মনে করছেন হোটেল ব্যবসায়ীরা।

    ইতিমধ্যেই দিঘার একাধিক হোটেলের প্রায় ৫০ শতাংশ বুকিং হয়ে গিয়েছে। হোটেল মালিকদের আশা, ২৫ ডিসেম্বরের আগে বাকি সব ঘরও বুক হয়ে যেতে পারে। যার জেরে আগে থেকে হোটেল বুকিং না থাকলে দিঘায় গিয়ে চড়া দাম দিতে হতে পারে বলে আশঙ্কা হোটেল ব্যবসায়ীদের একাংশের।

    নিউ দিঘার বেশ কিছু হোটেলে পর্যটক টানতে বিশেষ প্যাকেজের ব্যবস্থাও করা হয়েছে। কাপল এবং ফ্যামিলির জন্যে চালু করা হয়েছে বিশেষ ‘ফ্যামিলি প্যাকেজ’। এই প্যাকেজে থাকা এবং খাওয়া—দু’টোই অন্তর্ভুক্ত রয়েছে, যা আলাদা ভাবে খরচ করার চেয়ে অনেকটাই কম।

    দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে থেকেই পর্যটকদের ভিড় অনেক বেড়েছে। এ ছাড়াও, বর্ষবরণে বিশেষ আয়োজনও করা হয়েছে দিঘায়। ফলে উৎসবের মরশুমে পর্যটকদের ভিড় কয়েক গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে সেই সুযোগে যাতে অসাধু ব্যবসায়ীরা পর্যটকদের থেকে বেশি হোটেল ভাড়া না চাইতে পারেন, সেদিকেও কড়া নজর রাখছে প্রশাসন।

    হোটেলের ভাড়া যাতে আকাশছোঁয়া না হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যৌথ ভাবে নজরদারি চালাচ্ছে। ইতিমধ্যে ভাড়ার একটি নির্দিষ্ট তালিকা বা লিফলেট তৈরি করে সমস্ত হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, ‘নির্ধারিত ভাড়ার থেকে কোনও হোটেল বেশি টাকা চাইলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘর না পাওয়ার মতো পরিস্থিতি এড়াতে সব পর্যটককেই অগ্রিম বুকিং করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

  • Link to this news (এই সময়)