• হাওড়ায় দরজা ভেঙে উদ্ধার করা হলো এক ব্যক্তির মৃতদেহ, তদন্তে পুলিশ
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৫
  • হাওড়ার চ্যাটার্জিহাটে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার তাঁর বাড়ির দরজা ভেঙে দেহ উদ্ধার করেন প্রতিবেশীরা। গত তিন থেকে চার দিন তাঁকে বাড়ির বাইরে বেরোতে দেখেননি প্রতিবেশীরা। এর পরেই তাঁদের সন্দেহ বাড়তে থাকে। পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

    জানা গিয়েছে, মৃতের নাম জয়ন্ত চৌধুরী (৫৬)। গত ২০২০ সাল থেকে বাড়িতে একাই থাকতেন তিনি। ১৫ বছর আগে ডিভোর্স হয়ে গিয়েছিল তাঁর। এর পরে স্ত্রী এবং মেয়ে থাকতেন কলকাতায়। বাবা-মায়ের সঙ্গে হাওড়ায় থাকতেন জয়ন্ত। তাঁর বাবার মৃত্যুর পরে মায়ের সঙ্গে থাকতেন জয়ন্ত। পরে, তাঁর মা থাকতে শুরু করেন মেয়ের সঙ্গেই। ফলে একাই বাড়িতে থাকতেন জয়ন্ত। তিনি একটি জীবনবীমা সংস্থার কর্মী ছিলেন।

    প্রতিবেশীদের দাবি, গত কয়েকদিন ধরেই তাঁকে বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না। এর পরেই তাঁদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে। শনিবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢোকে। বিছানায় জয়ন্তের দেহ পড়েছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী ভাবে মৃত্যু হলো ওই ব্যক্তির? তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)