• জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জিতল বাংলা দল
    আজকাল | ২০ ডিসেম্বর ২০২৫
  • মিল্টন সেন: ভারতে হ্যান্ডবলের ইতিহাসে এই প্রথম। জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জয় করে নজির গড়ল বাংলা দল, তৈরি হল ইতিহাস।

    ফাইনালে চণ্ডীগড়কে হারিয়ে ৫৪তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জয় করল বাংলা। শনিবার ছিল জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ।

    নির্ধারিত সময়ে চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় আয়োজিত ফাইনাল খেলায় বাংলার মুখোমুখি হয় চণ্ডীগড়। শুক্রবার সন্ধ্যায় ছত্তিশগড়কে হারিয়ে ফাইনালে ওঠে বাংলা।

    দ্বিতীয় সেমিফাইনালে রাজস্থানকে হারিয়ে ফাইনালে ওঠে চণ্ডীগড়। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক বাংলা দলের খেলোয়াড়দের চোখে ছিল প্রতিযোগিতা জয়ের খিদে।

    শুরু থেকেই একের পর এক গোল পাল্টা গোলে প্রথমার্ধে ফলাফল দাঁড়ায় ১৬-১৬ গোল। দ্বিতীয়ার্ধের শুরুর চার মিনিটের মধ্যেই পর পর চার গোলে বাংলা এগিয়ে যায়।

    গোল পাল্টা গোলে এগোতে থাকে। অবশেষে বাংলার কাছে হার মানতে হয় চণ্ডীগড়কে। চার গোলে চণ্ডীগড়কে হারিয়ে ইতিহাস গড়ে বাংলা দল। ফলাফল দাঁড়ায় ৩৭-৩৩।

    বিজয়ী ও বিজিত দুই বাংলা দলের হাতে উইনার্স ও রানার্স ট্রফি তুলে দেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, সিস্টার নিবেদিত বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের এম ডি সত্যম রায়চৌধুরী। বিজয়ী বাংলা দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন মন্ত্রী।

    উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার সিইও ডঃ তন্ময় রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের আধিকারিক অভিজিৎ মুখার্জি, আজকাল পত্রিকায় প্রকাশক অরুণ ঘোষ।

    গত ১৫ ডিসেম্বর চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় বসেছিল জাতীয় হ্যান্ডবলের আসর। প্রতিযোগিতায় যোগ দিয়েছিল দেশের বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং সার্ভিসেসের মতো ৩৪টি শক্তিশালী দল।

    টানা পাঁচ দিন ধরে চলে খেলা। নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার ইনডোর এবং আউটডোর মিলিয়ে মোট চারটি কোর্টে খেলা চলতে থাকে। এদিন ছিল সেই প্রতিযোগিতার ফাইনাল খেলা।

    এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতি অতনু মজুমদার, জেনারেল সেক্রেটারি প্রদীপ কোলে, জয়েন্ট সেক্রেটারি সুবিনয় ঠাকুর, জাতীয় হ্যান্ডবল ফেডারেশনের তেজরাজ সিং, কোষাধ্যক্ষ বিনয় সিং, ডিরেক্টর আনন্দেশ্বর পান্ডে প্রমুখ।

    এছাড়াও ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, টেকনো ইন্ডিয়া গ্রুপের আধিকারিক কৌশিক সরকার, সৌমাভ গোস্বামী, অরিন্দম মুখার্জি, সুমন্ত চ্যাটার্জী সহ রাজ্য এবং জাতীয় হ্যান্ডবলের কর্মকর্তারা।

    ছবি:পার্থ রাহা
  • Link to this news (আজকাল)