'অনুপ্রবেশকারীদের নয়, Go Back বলছে আমাকে', তৃণমূলের বিক্ষোভে জবাব মোদীর
আজ তক | ২০ ডিসেম্বর ২০২৫
খারাপ আবহাওয়া, কপ্টার নামতে না পারা, বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা এবং শেষ পর্যন্ত অডিও মাধ্যমে জনসভায় ভাষণ। সর্বসাকুল্যে তাহেরপুরের ব়্যালিতে ১৬ মিনিটের ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা-ও আবার সশরীরে নয়, ভার্চুয়াল মাধ্যমে। এই স্বল্প সময়ের মধ্যেও অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে বিঁধতে ছাড়লেন না তিনি।
শুরুটা করেছিলেন 'জয় নিতাই' বলে। হরিনাম সংকীর্তন এবং মতুয়ার হরিচাঁদ-গুরুচাঁদ ও বড়মা-এর কথাও শোনা গেল প্রধথানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। তারপরই তুললেন বাংলা থেকে তৃণমূল কংগ্রেস সরকার হটানোর জন্য সেই চিরাচরিত স্লোগান। 'বাঁচতে চাই, BJP তাই।' এরপরই সুর চড়ালেন অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলের খানিক দূরে তাহেরপুরে এদিন 'গো ব্যাক মোদী' বলে ব্যানার পড়েছিল। সে প্রসঙ্গ পৌঁছে গিয়েছিল তাঁর কানে। যা নিয়ে অডিও ভাষণে মোদী বলেন, 'কোথায় এখানে গো ব্যাক অনুপ্রবেশকারী বলা উচিত, তা নয়, গো ব্যাক মোদী লিখে রাখা হচ্ছে। অনুপ্রবেশকারীদের জন্য চুপ হয়ে যায় ওরা। যারা বাংলায় কব্জা করার চেষ্টা করছে। আসলে তৃণমূল ওদের বাঁচানোর জন্যই বাংলায় SIR-এর বিরোধিতা করছে।' তাঁর সংযোজন, 'প্রতিবেশী ত্রিপুরায় কমিউনিস্টরা সে রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল। ওরা আমাদের সুযোগ দিয়েছিল, আমরা রাজ্যকে কোথায় পৌঁছে দিয়েছি দেখুন। এখানেও বাম জমানার অবসানের পর ভাবা হয়েছিল যে সুদিন আসবে। কিন্তু তৃণমূল বামেদের সব খারাপ গুন নিয়ে রাজ্যকে আরও অন্ধকারে ঠেলে দিয়েছিল। তাই চারিদিকে এত দুর্নীতি। তাই বাংলার গৌরব পুনরুদ্ধারে এখানে ডাবল ইঞ্জিন সরকার চাই। সেই সুযোগ আপনারা আমাদের দিন।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণের শেষলগ্নে বলেন, 'আমি যখন সশরীরে আপনাদের সামনে যাব তখন সমস্তটা বিস্তারিত আপনাদের বলব।'
প্রধানমন্ত্রী মন্তব্যের পাল্টা তোপ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তিনি বলেন,'আপনার জন্য ৪ জন মানুষের মৃত্যু হয়েছে। কোনও দায়িত্বশীল BJPনেতাকে দেখা যায়নি বিশৃঙ্খলা সামলাতে। অল্প জায়গায় বেশি লোক ঢুকিয়েছেন। চেয়ার ছোড়াছুড়ি হয়েছে, গেট ভাঙা হয়েছে। সংযমের সঙ্গে কাউকে দেখা যায়নি এই বিশৃঙ্খলা সামাল দিতে। বড়সড় বিপদ হতে পারত।' তিনি আরও বলেন, 'আপনি আজকে খালি হাতে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগড়ে ওয়ালা হ্যায়। বাংলায় BJP-র জন্য মৌসম বিগড়চুকা হ্যায়। তাই প্রথম সভা করতে এসেই হোঁচট খেলেন আপনি।'