উত্তুরে হাওয়া ও কুয়াশার দাপট রাজ্যজুড়ে, দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারের নীচে, সতর্কতা জারি
আজ তক | ২০ ডিসেম্বর ২০২৫
শনিবার সকাল থেকেই কলকাতায় হু হু করে উত্তরে হাওয়ার দাপট। তাপমাত্রা খুব কম না হলেও শীতের আমেজ শহরে। ভোর থেকেই ঘন কুয়াশা ছিল। বেলা বাড়তেও কুয়াশা কমেনি। রোদেরও দেখা মেলেনি। আগামী কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে পারদ নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে শীতের দাপট ধীরে ধীরে বাড়বে।
এদিকে সকালের দিকে কুয়াশা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। শনিবার ও রবিবার রাজ্যের প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গের বহু এলাকায় দৃশ্যমানতা কমে ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে থাকতে পারে। বিশেষ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে, এখানে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নামতে পারে। এর প্রভাব পড়তে পারে সড়ক ও রেল যোগাযোগে।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে মূলত পরিষ্কার আকাশ থাকলেও ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে, তার পরের দু’দিনে তা প্রায় দুই ডিগ্রি কমতে পারে।
দক্ষিণবঙ্গে শনিবার সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে পুরুলিয়ায়, ১১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতন, বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, দিঘা, বহরমপুর, সিউড়ি ও ব্যারাকপুরে পারদ ছিল ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পঙেও পারদ ১০-১১ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে।