• স্পাইসজেটের যাত্রীকে মারধরের অভিযোগ এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধে
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি,২০ ডিসেম্বর।  স্পাইসজেটের যাত্রীকে মারধর করার অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। অভিযোগ পাওয়ার পর এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা ওই পাইলটকে বসিয়ে দিয়েছে। তদন্ত শেষ না হয় পর্যন্ত তিনি কাজে যোগ দিতে পারবেন না।জানা গিয়েছে,আক্রান্ত যাত্রীর নাম অঙ্কিত দেওয়ান। তিনি তাঁর পরিবারের সঙ্গে সফর করছিলেন। সঙ্গে ছিল তাঁর ৪ মাসের সন্তান। সেই কারণেই বিমানবন্দরের কর্মীরাই তাঁর পরিবারকে দ্রুত সিকিউরিটি চেক ইন এর জন্য বিমানবন্দর কর্মীদের বিশেষ লাইনে দাঁড়াতে বলেন। কিন্তু লাইন ভেঙে কয়েকজন এগিয়ে যেতে থাকে। অভিযুক্ত ক্যাপ্টেন বীরেন্দ্রও একই কাজ করছিলেন। ওই যাত্রী আপত্তি করাতেই বিপত্তি ঘটে। তাঁকে প্রথমে গালিগালাজ করতে থাকেন ওই পাইলট। এমনকি মেরে তাঁর মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার কথা জানতে পেরে কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রকের তরফে এয়ার ইন্ডিয়াকে বলা হয়েছে, তারা যেন কঠোর পদক্ষেপ নেয় ওই পাইলটের বিরুদ্ধে।      
  • Link to this news (বর্তমান)