• কুয়াশায় নামল না কপ্টার, ভার্চুয়ালি ভাষণ প্রধানমন্ত্রীর, বাংলায় ডবল ইঞ্জিন সরকার গড়ার আবেদন
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ হওয়ার আশঙ্কায় মতুয়াদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। আগামী বিধানসভা নির্বাচনে মতুয়া ভোটব্যাংক নিয়ে বিজেপি নেতাদের কপালে চিন্তার ভাজ পড়েছে। তাই এবার মতুয়া ক্ষতে প্রলেপ দিতে নামতে হল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আজ, শনিবার নদীয়ার তাহেরপুরে জনসভা করার কথা ছিল তাঁর। এদিন সকালে নির্ধারিত সময় অনুযায়ী কলকাতা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। বিমানবন্দর থেকে তাঁর হেলিকপ্টার তাহেরপুরের উদ্দেশ্যে রওনাও দেয়। কিন্তু ঘন কুয়াশার দাপটে তাহেরপুরে নামতেই পারেনি হেলিকপ্টার।নিরাপত্তাজনিত সিদ্ধান্তে হেলিকপ্টারটি আবারও ফিরিয়ে আনা হয় কলকাতার দমদম বিমানবন্দরে। শেষপর্যন্ত এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ থেকেই ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, ‘মোদির বিরোধিতা করার আছে, করুন বাংলাকে অধিকার থেকে বঞ্চিত করবেন না।’ বাংলায় বিজেপিকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আবেদন জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘একবার বিজেপির ডবল ইঞ্জিন সরকার গড়ে দেখুন। দেখুন, কত দ্রুত উন্নয়ন করতে পারি। মোদি আপনাদের জন্য অনেক কাজ করতে চায়। টাকাও আছে, পরিকল্পনাও আছে।’ এদিন নদীয়ার পবিত্র মাটি স্মরণ করে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবকে শ্রদ্ধা জানান মোদি। তিনি বলেন, ‘জয় নিতাই।’ মতুয়া ভোট ধরে রাখতে বারবার তাঁর গলায় হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর ও বড়মার কথা শোনা যায়। তাঁর দাবি, ‘গো ব্যাক স্লোগান অনুপ্রবেশকারীদের দেওয়ার বদলে গো ব্যাক মোদি স্লোগান দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘গত মাসেই বিহারে বিজেপি জয়ী হয়েছে। আবারও এনডিএ ক্ষমতায় এসেছে। গঙ্গা বিহারের উপর দিয়েই বাংলায় এসেছে। তাই বাংলায় বিজেপির জয়ের রাস্তাও খুলে গিয়েছে।’ এদিন তাহেরপুরে তাঁর জনসভায় আসতে গিয়ে বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। 
  • Link to this news (বর্তমান)