‘বাম বিদায়ে এগোচ্ছে ত্রিপুরা, কিন্তু পিছিয়ে যাচ্ছে বাংলা’, আক্রমণ মোদির
প্রতিদিন | ২০ ডিসেম্বর ২০২৫
খারাপ আবহাওয়ার জন্য তাহেরপুরে নামতে পারেনি প্রধানমন্ত্রীর চপার। কলকাতা থেকে অডিওবার্তা দিলেন তিনি। সেখানে তৃণমূলকে আক্রমণের পাশাপাশি বিজেপি সুযোগ দেওয়ার আহ্বান জানালেন মোদি। বললেন, “মোদির বিরোধিতা করবেন করুন, উন্নয়নে বাধা যেন না হয়। টাকার অভাব নেই।” সিপিএমকেও আক্রমণ করেছেন তিনি। বললেন বাম অপসারণের পর ত্রিপুরার উন্নয়ন হচ্ছে বিজেপির হাত ধরে। তবে মতুয়া, এসআইআর ইস্যু নিয়ে কোনও কথা শোনা যায়নি তাঁর মুখে।
দুপুর ১টা ৪১: ফের তাড়াতাড়ি বাংলার আসার কথা বলে ভাষণ শেষ করলেন প্রধানমন্ত্রী। জয় নিতাই, থেকে শুরু করে বন্দে মাতরম বলে সভা শেষ করলেন মোদি। তাহেরপুর সভা থেকে অনুপ্রবেশের কথা বললেন। কিন্তু এসএসআইআর নিয়ে মতুয়াদের কোনও বার্তা দিলেন না মোদি।
দুপুর ১.৪০: ‘বাম বিদায়ে এগোচ্ছে ত্রিপুরা, কিন্তু পিছিয়ে যাচ্ছে বাংলা’, তাহেরপুরের সভায় আক্রমণ মোদির।
দুপুর ১টা ৩৮: তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর। একবার বিজেপিকে সুযোগ দিন। দ্রুততার সঙ্গে বাংলার উন্নতি হবে কথা দিচ্ছি। বললেন, “মোদীর বিরোধ করুন, কিন্তু বাংলার মানুষকে নিজেদের অধিকার থেকে বঞ্চিত করবেন না।”
দুপুর ১টা ৩৩: নতুন সড়ক নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর। নদিয়ায় নতুন সড়ক পরিবহণ ব্যবস্থা উন্নত করবে বলে জানান মোদী। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম প্রধানমন্ত্রীর মুখে।