• ‘টাকার অভাব নেই’, তাহেরপুরে বার্তা মোদির, উন্নয়ন প্রশ্নে তৃণমূলের পালটা, ‘আপনি খালি হাতে এসেছেন’
    প্রতিদিন | ২০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার ‘বিকাশে’র জন্য টাকার অভাব হবে না। বিজেপিকে একবার সুযোগ দিলে দ্রুত গতিতে উন্নয়ন হবে। তাহেরপুরে সভায় অডিওবার্তা প্রধানমন্ত্রীর। পালটা দিয়ে তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছে। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) আক্রমণ, “প্রধানমন্ত্রী আপনি খালি হাতে এসেছেন।”

    রানাঘাটের তাহেরপুরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তাঁর চপার নামতে পারেনি। অডিওবার্তা দেন তিনি। সেখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, “তৃণমূল মোদির বিরোধ করতে চাইলে, করুক। বিজেপির বিরোধ করতে চাইলে করুক। কিন্তু রাজ্যের উন্নয়ন কেন আটকাছে।” এরপরই তিনি বলেন, “একবার সুযোগ দিন, বাংলার উন্নয়নে অর্থ বাধা হবে না। দ্রুত উন্নয়ন হবে।” তাঁর মুখে শোনা যায় ত্রিপুরার প্রসঙ্গও।

    প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই বিজেপি ও নরেন্দ্র মোদিকে বিঁধেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী আপনি খালি হাতে এসেছেন। বাংলার টাকার আটকে রেখেছে কেন্দ্র। তৃণমূলের বিরোধিতা করুন, কিন্তু বাংলার বিরোধিতা করবেন না। বাংলার মানুষকে ভাতে মারছেন। মোদি মূল সমস্যাগুলি এড়িয়ে গিয়েছেন।”

    আবাস যোজনা, সড়ক যোজনা,  একশো দিনের কাজ থেকে জল জীবন মিশনের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। তৃণমূল কংগ্রেস বারংবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছে। তৃণমূল নেতারা বারবার দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। তারপরও টাকা মেলেনি। তৃণমূলের দাবি, একশো দিনের কাজের ৫২ হাজার কোটি টাকা বাকি রয়েছে। একাধিক প্রকল্পের টাকা মিলছে না বলেও অভিযোগ করেন তারা। এবার প্রধানমন্ত্রী ‘টাকার অভাব নেই’, মন্তব্য করায় তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস।
  • Link to this news (প্রতিদিন)