• SIR বিরোধীদের ‘দেশদ্রোহী’ বলে তোপ, ‘অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে ওরা’, কটাক্ষ মোদীর
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৫
  • ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে SIR। কিন্তু এর মাধ্যমে আদতে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ কংগ্রেস, তৃণমূল-সহ ইন্ডিয়া ব্লকের। এ বার পাল্টা SIR বিরোধীদের ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অসমের গুয়াহাটি থেকে তিনি বলেন, ‘কিছু দেশদ্রোহী অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে।’ এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, মোদী কাদের দেশদ্রোহী বললেন? প্রধানমন্ত্রী অবশ্য কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নাম নেননি।

    অনুপ্রবেশ ইস্যুতে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অসমে কোটি কোটি রোহিঙ্গা, বাংলাদেশি ঘাঁটি গেড়ে রয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়। এই সব অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এর মোকাবিলায় SIR করা হচ্ছে বলে দাবি গেরুয়া শিবিরের একাংশের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR করে বহু অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া হবে বলে দাবি তাঁদের। অবশ্য এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত মেলেনি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

    এ দিন মোদীও সেই সুরে দাবি করেন, নির্বাচন প্রক্রিয়া থেকে অনুপ্রবেশকারীদের দূরে রাখতে কমিশন যে উদ্যোগ নিয়েছে, তা বানচাল করতে সক্রিয় হয়ে উঠেছে একটি বিশেষ মহল। তাঁর কথায়, ‘SIR প্রক্রিয়ার সমালোচনা করে কিছু দেশদ্রোহী অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে।’

    এ দিন কংগ্রেসকেও একহাত নেন মোদী। তাঁর দাবি, অসম ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের কোনও চেষ্টাই করেনি কংগ্রেস। শুধু তাই নয়, অসমকে ইস্ট পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করা হচ্ছিল অভিযোগ করে তিনি বলেন, ‘ছয় ও সাতের দশকে একের পর এক ভুল করেছে কংগ্রেস। আর মোদী এখন সেই ভুলগুলো এক এক করে সংশোধন করছে।’

    কংগ্রেসকে রীতিমতো তুলোধনা করে তিনি আরও বলেন, ‘এক সময়ে এখানে ঘুষ না দিলে কোনও চাকরি হতো না। সুপারিশ চাওয়া হতো। কিন্তু এখন হাজার হাজার তরুণ-তরুণী নিজেদের যোগ্যতায় চাকরি পাচ্ছেন।’ ডবল ইঞ্জিন সরকারের পক্ষেও সওয়াল করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘যখন নতুন নতুন হাইওয়ে, বিমানবন্দর হয়, তখন মানুষ বোঝেন, এ বার ন্যায়বিচার হচ্ছে।’

  • Link to this news (এই সময়)