• ভেস্তে গেল পাচারের ছক, মুর্শিদাবাদে উদ্ধার ১০৩২ বোতল নিষিদ্ধ মাদক
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৫
  • অশান্ত বাংলাদেশ। সেই সুযোগে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচারের পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, মাদক পাচার রুখে দিল মুর্শিদাবাদের রানিনগরের পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নেশার সিরাপ পাচার করা হচ্ছিল। এ দিন অভিযানে ধৃতের কাছ থেকে ১০৩২ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। পাচারের অভিযোগে এক টোটোচালককে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চালকের নাম সঞ্জিত প্রামাণিক, বয়স ৪২ বছর। ধৃতের বাড়ি মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার রামচন্দ্রপুর এলাকায়। এ দিন সকালে খবর পেয়ে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও রানিনগর থানার পুলিশ ওই যৌথ অভিযান চালায়। অভিযুক্ত ফেনসিডিল পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এ দিন বহরমপুরে এনডিপিএস আদালতে পাঠানো হবে। ওই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে রানিনগর থানার পুলিশ।

    এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকালে তিনি কাজের জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। সেই সময়ে তিনি দেখেন একটি টোটোকে তাড়া করে আসছে পুলিশ। তারপরে টোটোকে ঘিরে ধরে পুলিশ। পরে সেই টোটো থেকে থরে থরে কাফ সিরাপ উদ্ধার করা হয়।

  • Link to this news (এই সময়)