কুয়াশায় অনুপ্রবেশ রুখতে জম্মু সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযান বৃদ্ধি
বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৫
শ্রীনগর: জম্মুর সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান বাড়াল নিরাপত্তা বাহিনী। জোরদার করা হয়েছে নজরদারিও। খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার সুযোগে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করতে পারে সন্ত্রাসবাদীরা— সম্প্রতি গোপন সূত্রে এমন তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। তারপরই নজরদারি আরও বাড়ানো হয়েছে।পুলিশ, বিএসএফ, সিআরপিএফ ও সেনাবাহিনীর যৌথদল কাঠুয়া, সাম্বা ও রাজৌরির আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। কিস্তোয়ার জেলার চাটরু জঙ্গল এলাকাতেও তল্লাশি চলছে। গত দু’দিন ধরে হীরানগর, ঘাগওয়াল, রামগড় ও আখনুর এলাকার বিপরীতে সীমান্তের লঞ্চ প্যাডগুলিতে সন্দেহজনক জঙ্গি গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। এই পরিস্থিতিতে কাঠুয়া ও সাম্বা জেলার একাধিক এলাকায় তল্লাশি চলছে। শুক্রবার রাজৌরিতে তল্লাশির সময় চারটি গ্রেনেড উদ্ধার হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। এছাড়াও কিস্তোয়ার জেলায় স্থানীয়দের কাছ থেকে সন্দেহভাজনদের খবর পাওয়া গিয়েছে। শনিবার একাধিক বনাঞ্চলে দীর্ঘক্ষণ তল্লাশি চলেছে। যদিও রাত পর্যন্ত সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর কোনও সংঘর্ষের খবর মেলেনি।