গোয়া নাইট ক্লাব কাণ্ড: আরও এক মালিক ব্রিটেনে লুকিয়ে, জারি হচ্ছে ব্লু কর্নার নোটিশ
বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৫
পানাজি: অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর পর দেশ ছেড়ে পালিয়েছিলেন গোয়ার ‘বার্চ বাই রোমিও লেন’ নাইট ক্লাবের দুই মালিক গৌরব ও সৌরভ লুথরা। মঙ্গলবার থাইল্যান্ড থেকে তাঁদের দেশে ফেরানো হয়েছে। ইতিমধ্যে দু’জনকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়া পুলিশ। ধরা পড়েছে আর এক মালিক অজয় গুপ্তাও। তদন্তে জানা গিয়েছে, ওই নাইট ক্লাবের অন্য এক মালিক সুরিন্দর খোসলাও ব্রিটেনে পালিয়ে গিয়েছেন। তাঁকে ধরতে তৎপর পুলিশ। এজন্য ব্লু কর্নার নোটিশ জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার গোয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনিয়ে ইন্টারপোলের সঙ্গে আলোচনা চলছে।
পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আগুন লাগার দিন গোয়াতেই ছিলেন আদতে ব্রিটিশ নাগরিক খোসলা। বিপদ বুঝে পরের দিন ব্রিটেনে পালান। এবার তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, যে জমিতে ক্লাবটি তৈরি হয়েছে, তা লিজ নিয়েছিলেন খোসলা। সেখানেও একাধিক সমস্যা রয়েছে। জমির মালিক প্রদীপ ঘাদি আমোনকারের সঙ্গে এখনও আইনি লড়াই চলছে তাঁর। সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।