• ফাঁকা ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার জওয়ান
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৫
  • রাঁচি: ডিউটির মাঝেই তরুণীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার সেনা জওয়ান। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের তাতিসিলওয়াই স্টেশনে। এখান থেকে রাঁচি যাওয়ার কথা ছিল নির্যাতিতা তরুণীর। শুনশান স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ অভিযুক্ত জওয়ান তাঁর সামনে হাজির হন। অভিযোগ, জোর করে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ফাঁকা কামরায় তাঁকে তোলা হয়। এরপর তরুণীর উপর অত্যাচার চালান ওই জওয়ান। চিৎকার শুনে লোকজন জড়ো হয়। ছুটে আসেন রেলপুলিশের আধিকারিকরাও। বিপদ বুঝে পালাতে যান ওই জওয়ান। কিন্তু পড়ে গিয়ে আহত হন। ইতিমধ্যেই রেল পুলিশ পাকড়াও করে তাঁকে। তরুণীর অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। 

    আরপিএফ সূত্রে জানা গিয়েছে, সেনার মালবাহী ট্রেনের পাহারায় নিযুক্ত ছিলেন ওই জওয়ান। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। শুক্রবার আদালতে পেশ করা হলে, অভিযুক্ত জওয়ানকে বিচারবিভাগীয় হেপাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারপতি। জানা গিয়েছে, বছর ৪২-এর এই জওয়ান উত্তরপ্রদেশের বাসিন্দা। পাঞ্জাবের পাতিয়ালায় ৪২ মিডিয়াম রেজিমেন্টে নিযুক্ত ছিলেন। সেনার তরফে ঘটনায় প্রতিক্রিয়া মেলেনি। তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)