• গগনযান: সফল ড্রোগ প্যারাশ্যুটের পরীক্ষা
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৫
  • বেঙ্গালুরু: কয়েক বছরের মধ্যে মহাকাশে নভোশ্চর পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। সৌজন্যে ‘গগনযান’ অভিযান। জোরকদমে চলছে প্রস্তুতি পর্ব। ক্রু মডিউল সহ বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। এবার মহাকাশযানের ড্রোগ প্যারাশ্যুটের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করল ইসরো। শনিবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানের গতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। গতিবেগ কমানোর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্রোগ প্যারাশ্যুট। তারই সফল পরীক্ষা শেষ হল। অর্থাৎ, মূল অভিযানের দিকে আরও একধাপ এগিয়ে গেল ইসরো। জানা গিয়েছে, গত ১৮ ও ১৯ ডিসেম্বর চণ্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরিতে এই প্যারশ্যুট পরীক্ষা করা হয়। 

    ইসরো জানিয়েছে গতি কমানোর জন্য চার ধরনের ১০টি প্যারাশ্যুট ব্যবহার করবে গগনযান। প্রথমে দু’টি অ্যাপেক্স কভার সেপারেশন প্যারাশ্যুট সরে যায়। এরপরে বেরিয়ে আসে দু’টি ড্রোগ প্যারাশ্যুট। এর মাধ্যমে ক্রু মডিউলের স্থিতিশীলতা নিশ্চিত করা হয়। একইসঙ্গে গতি অনেকটাই কমে আসে। এরপর ধাপে ধাপে আরও ছ’টি প্যারাশ্যুট ব্যবহার করা হয়। পৃথিবীতে প্রবেশের পর এভাবেই গতি কমিয়ে নির্বিঘ্নে অবতরণ করবে গগনযান। বিবৃতি অনুযায়ী, ‘কঠিন পরিস্থিতিতে ড্রোগ প্যারাশ্যুটের নির্ভরযোগ্যতা খতিয়ে দেখার জন্য এই পরীক্ষা করা হয়েছিল। দু’টি রেল ট্র্যাক রকেট স্লেড পরীক্ষাই সফল হয়েছে।’
  • Link to this news (বর্তমান)