নয়াদিল্লি: সারারাত অবৈধভাবে থানায় আটকে রেখে যৌন হেনস্তা। সঙ্গে প্রাণে মারার হুমকি। খোদ পুলিশের বিরুদ্ধেই এমনই অভিযোগ দায়ের করেছেন এক মহিলা আইনজীবী। বিচার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। যোগাী রাজ্য উত্তরপ্রদেশের নয়ডার এই ঘটনায় থানার সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠালো শীর্ষ আদালত।
নির্যাতিতার অভিযোগ, গত ৩ ডিসেম্বর নয়ডার সেক্টর ১২৬ থানায় কাজের প্রয়োজনে গিয়েছিলেন। সেখানেই নানাভাবে হেনস্তার শিকার হন তিনি। অভিযোগ, পুলিশ বেআইনিভাবে টানা ১৪ ঘণ্টা তাঁকে আটকে রেখেছিল। ওই সময়ে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলে। তাঁর দাবি, ঘটনার প্রমাণ লোপাটের জন্য থানার সিসি ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। তাঁর জামাকাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়। এমনকি ‘ভুয়ো এনকাউন্টারে’ মেরে ফেলার হুমকিও দেয় পুলিশ।
নির্যাতিতার আর্জির ভিত্তিতে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চ উত্তরপ্রদেশ সরকার ও সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে। ৭ জানুয়ারির মধ্যে থানার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সিলবন্দি অবস্থায় আদালতে জমা দিতে হবে। বিচারপতিদের নির্দেশ, কোনও প্রমাণ যাতে নষ্ট না হয়।