রায়পুর: বাংলাদেশি সন্দেহে ছত্তিশগড়ের দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন। চাঞ্চল্যকর এই ঘটনাটি কেরলের পালাক্কড় জেলার। মৃত ব্যক্তির নাম রামনারায়ণ বাঘেল (৩১)। বাড়ি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে কেরল পুলিশ। জারি রয়েছে তদন্ত। অন্য একটি সূত্র অবশ্য জানাচ্ছে, চোর সন্দেহে রামনারায়ণকে পিটিয়ে মারা হয়। এদিকে মারধরে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
নিহতের আত্মীয় কিষাণ বাঘেল জানান, ১৩ ডিসেম্বর কাজের সন্ধানে পালাক্কড় গিয়েছিলেন রামনারায়ণ। পরে সেখানে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। কিষাণের কথায়, ‘রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিল। বাড়িতে রয়েছে তাঁর স্ত্রী ও দুই ছেলে।’