ট্রলি ব্যাগের সূত্রেই হানিমুন হত্যা রহস্যের কিনারা, উল্লেখ চার্জশিটে
বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৫
শিলং: নিখুঁত পরিকল্পনা করেই হানিমুনের জন্য বেছে নেওয়া হয়েছিল শিলংকে। অপরাধের আগে ও পরে খুনিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল সোনম রঘুবংশী। মেঘালয়ে শিলংয়ে হানিমুন মার্ডার কেসে দায়ের চার্জশিটে এমনটাই জানানো হয়েছে। ৭০০ পাতার এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে, খুনের জট খুলতে সাহায্য করেছে সোনমের কালো রঙের ট্রলি ব্যাগটিই।
শিলংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন হয়েছিলেন ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী। এজন্য ভাড়াটে খুনিদের কাজে লাগিয়েছিলেন তাঁর স্ত্রী সোনম। মামলার চার্জশিটে পুলিশ জানিয়েছে, মেঘালয়ে গিয়ে রাজাকে খুনের পরিকল্পনা বিয়ের আগেই করেছিল সোনাম। দূরে কোথাও নিয়ে গিয়ে স্বামীকে খুনের ছক তৈরি করে সে। সেই মতো আগাগোড়াই খুনিদের সঙ্গে সমন্বয় রেখেছিল সোনম। পুলিশের অনুমান, দুর্গম প্রকৃতি ও পর্যটকদের উপর নজরদারির অভাবকে কাজে লাগাতে উত্তর-পূর্বের এই রাজ্যটিকে বেছে নেওয়া হয়েছিল। সবমিলিয়ে হত্যার দায় থেকে নিজেকে আড়ালে রাখতে সব ধরনের চেষ্টা করেছিল সোনম।
তদন্তের কেন্দ্রবিন্দুতে উঠে আসে একটি একটি কালো রঙের ট্রলি ব্যাগের প্রসঙ্গ। তার সূত্র ধরেই তদন্ত গতি পায়। সাক্ষীদের বয়ান থেকে ডিজিটাল সাক্ষ্য- প্রমাণ, বারবার উঠে এসেছে ব্যাগটির প্রসঙ্গ। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মেঘালয় ভ্রমণের অনেক আগে থেকেই ব্যাগটি গুছিয়ে রাখা হয়েছিল। ব্যাগটি থেকে খুনের সঙ্গে সম্পর্কিত আরও একাধিক ক্লু মিলেছে বলে চার্জশিটে বলা হয়েছে।