• জি রাম জি: কাল বামেরা আন্দোলনে
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদে সদস্য সংখ্যা সাকুল্যে ১৪ জন। কেন্দ্রের মোদি সরকারের ‘বিতর্কিত’ জি রাম জি বিল নিয়ে সংসদে বামেদের বিরোধী অবস্থান তাই আলাদা করে কোনও ফারাক গড়ে দিতে পারেনি।তা বিলক্ষণ টের পেয়েছেন বাম নেতারা। সংসদের দুই কক্ষেই পাস হয়ে যাওয়া জি রাম জি বিল নিয়ে তাই এবার পথে নামছে বামেরা। অবিলম্বে এই ‘বিতর্কিত’ বিল প্রত্যাহারের দাবিতে কাল, সোমবার দেশব্যাপী আন্দোলনে নামছে বাম দলগুলি। রাজনৈতিক সূত্রের দাবি, মোদিবিরোধী এহেন আন্দোলনে শামিল হতে আহ্বান জানানো হচ্ছে অন্য বিরোধী দলগুলিকেও। অন্যদিকে, বাংলাদেশের ঘটনায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি দেবরাজন। এই বিষয়েও সরব হচ্ছে বামেরা। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)