• বাংলায় ১০০ দিনের কাজ প্রকল্পের নাম ‘মহাত্মা-শ্রী’
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০০ দিনের কাজ প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ করতে বিল এনেছে মোদি সরকার। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্যের খরচে চলা কর্মশ্রী প্রকল্প মহাত্মা গান্ধীর নামে করা হবে বলে ঘোষণা করেছিলেন মমতা। এবার বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হল, ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম করা হল ‘মহাত্মা-শ্রী’। কেন্দ্র বাংলার ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার পর কর্মশ্রী প্রকল্প চালু করেছিল রাজ্য। এর মাধ্যমে ৭৮ লক্ষ ৩১ হাজার জবকার্ড হোল্ডারকে কাজ দিয়েছে রাজ্য। খরচ হয়েছে ২০ হাজার ৭৭৬ কোটি টাকা। নাম বদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জবকার্ড হোল্ডারদের একটি অর্থবর্ষে অন্তত ১০০ দিন করে কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে।
  • Link to this news (বর্তমান)