• সায়েন্স সিটিতে মোহন ভাগবতের কর্মসূচির অনুমতি দিল হাইকোর্ট
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি কলকাতা: অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে শেষ মুহূর্তে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সভার অনুমতি মিলল। আজ রবিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে মোহন ভগবতের কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তার আগে এই সভা আয়োজন করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল আরএসএস। কিন্তু সেই অনুমতি মেলেনি বলে অভিযোগ। এরপর তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। শনিবার ছুটির দিন রাত আটটা নাগাদ জরুরি ভিত্তিতে মামলার শুনানি করেন বিচারপতি কৃষ্ণ রাও। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি নির্দেশে জানান, আবেদনকারীকে শনিবার রাত ৯টার মধ্যে লালবাজারে তাঁদের আইনজীবীর মাধ্যমে কর্মসূচির অনুমতি সংক্রান্ত কাগজ নিয়ে আসতে পারবেন। এবং সেই অনুযায়ী অডিটোরিয়ামে কর্মসূচি করতে পারবেন। এ প্রসঙ্গে সঙ্ঘের পূর্ব ক্ষেত্রের সহ-প্রচার প্রমূখ জিষ্ণু বসু বলেন, পুলিশ-প্রশাসন ও রাজনীতি আলাদা বিষয়। পুলিশ যদিও রাজনীতিতে জড়িয়ে পড়ে তখন বাহিনী দক্ষতা হারায়। যার ফল ভোগ করতে হয় গোটা রাজ্যবাসীকে।

    উল্লেখ্য, উত্তরবঙ্গে দু’দিনের সফর সেরে শনিবারই কলকাতায় পৌঁছেছেন আরএসএসের সর্বাধিনায়ক। আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিশিষ্টজনদের সঙ্গে একটি আলোচনা সভায় হাজির থাকবেন তিনি। উল্লেখ্য, বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার প্রাক্কালে বিচার পরিবারের সর্বোচ্চ অভিভাবকের বঙ্গ সফর অত্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সামাজিক সংগঠন হিসেবে নিজেদের দাবি করলেও সাধারণ মানুষের মনে গেরুয়া শিবিরের মূল নিয়ন্ত্রক হিসেবে আরএসএস প্রতিষ্ঠিত। বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে সর্বাত্মক ঝাঁপানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে সমাজের বিশিষ্টদের সঙ্গে সরসঙ্ঘ চালকের বৈঠক ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন অংশে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচি নিয়ে থাকেন মোহন ভাগবত। এবার শিয়রে ভোট বলে তা বাড়তি আগ্রহ তৈরি করেছে।
  • Link to this news (বর্তমান)