বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার, তৃণমূলে ২ কাউন্সিলার
বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: অচলাবস্থার অবসান। শনিবার বনগাঁ পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ মজুমদার। এদিন ২০ জন কাউন্সিলার তাঁকে চেয়ারম্যান চেয়ে সমর্থন করেন।
শনিবার পুরসভায় তলবি বৈঠক ডাকা হয়। সেখানে দিলীপ মজুমদারকে পুরপ্রধান হিসেবে প্রস্তাব পেশ করেন কাউন্সিলার কৃষ্ণা রায় এবং নারায়ণ ঘোষ। বৈঠকে উপস্থিত ২০ জন কাউন্সিলার তাঁকে সমর্থন করেন। বৈঠকে উপস্থিত ছিলেন না প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলার গোপাল শেঠ এবং বিজেপি কাউন্সিলার দেবদাস মণ্ডল। আগামী সোমবার শপথ নেবেন নতুন চেয়ারম্যান। চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিক ভাবে পালন করার চেষ্টা করব। আগামীদিনে বনগাঁবাসীর দাবি মেনে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। এদিনই পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে জ্যোৎস্না আঢ্যের নাম ঘোষণা করা হয়। জানা গিয়েছে শপথ গ্রহণের পর তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেবেন চেয়ারম্যান দিলীপ মজুমদার।
গত এক মাসেরও বেশি সময় ধরে বনগাঁ পুরসভায় অচলাবস্থা চলছে। প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠকে পদ থেকে পদত্যাগ করতে বললেও তিনি পদত্যাগ না করায় জটিলতা তৈরি হয়েছিল।
পরবর্তীতে দলের কাউন্সিলাররা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন। পরবর্তীতে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন গোপাল শেঠ। এরপর নতুন চেয়ারম্যান হিসেবে দিলীপ মজুমদারের নাম ঘোষণা করা হয়। এবিষয়ে বিজেপি কাউন্সিলার দেবদাস মণ্ডল বলেন, আমি চাই নতুন চেয়ারম্যান সকলের চেয়ারম্যান হোক। বনগাঁবাসীর উন্নয়নে কাজ করুক। অন্যদিকে, এদিন পুরসভার এক কংগ্রেস কাউন্সিলার এবং নির্দল কাউন্সিলার তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে