ব্যাঙ্কশালে সরকারি কৌঁসুলিদের অফিস সংস্কার ঢিমেতালে
বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর শেষ হতে চলল। এখনও শেষ হল না ব্যাঙ্কশালে সরকারি আইনজীবীদের অফিস সংস্কারের কাজ। বর্তমানে কোর্ট ইন্সপেক্টরের একটি ছোট ঘরে চলছে অফিসের কাজকর্ম। ফলে কাজের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। পর্যাপ্ত জায়গা না থাকায় বহু বিচারপ্রার্থীকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গুরুত্বপূর্ণ অফিস কবে খোলা হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিচারপ্রার্থীদের মধ্যেও বাড়ছে ক্ষোভ। তাঁদের বক্তব্য, সরকারি অফিস সংস্কারের ক্ষেত্রে এত দীর্ঘ সময় লাগছে, এই ঘটনা আশ্চর্যের।
ব্যাঙ্কশালে সরকারি আইনজীবীদের ওই অফিসে মুখ্য সরকারি কৌঁসুলি ছাড়াও একাধিক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কোর্টের সরকারি আইনজীবীরা আইনি দায়িত্ব সামলান। আলমারিতে থাকে কলকাতা পুলিশের মামলার একাধিক আইনি নথিপত্র ও কেস ডায়েরি। মামলার সময় ওই নথি দরকার হয়। অফিস ঘরটির সংস্কার কাজের ফলে নথিপত্র আলমারিতে অযত্নে পড়ে। অনেকের বক্তব্য, অফিস আনুষ্ঠানিকভাবে চালু না হলে মামলার নথিপত্র ঠিকমতো সাজানো সম্ভব হচ্ছে না। ব্যাঙ্কশালের মুখ্য সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘এটি সম্পূর্ণ সরকারি ব্যাপার। এতে তাঁর কী করণীয় থাকতে পারে। তবে মামলার বিষয়ে বিচারপ্রার্থীরা কোনও আইনি পরামর্শ নিতে এলে তাঁদেরকে আইনি পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়।’