• চোখে লঙ্কাগুঁড়ো ঢেলে, পাইপ দিয়ে মার! কর্নাটকের স্কুলে বিশেষ ভাবে সক্ষম কিশোরের উপর নৃশংস অত্যাচার
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৫
  • যন্ত্রণায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে বিশেষ ভাবে সক্ষম নাবালক একটি ছেলে। চিৎকার করে সাহায্যের আর্তি জানাচ্ছে। অথচ তাঁকে প্লাস্টিকের পাইপ, বেল্ট দিয়ে মারধর করছেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তে শিউরে ওঠেন সকলে। তদন্তে জানা যায়, নৃশংস এই ঘটনাটি কর্নাটকের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তৈরি একটি আবাসিক স্কুলের। সেই স্কুলের পড়ুয়া ১৬ বছর বয়সি একটি ছেলের উপর এমনই অত্যাচার করার অভিযোগ সেই স্কুলের এক শিক্ষক ও তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধে।

    ফুটেজে দেখা যাচ্ছে কিশোরটিকে বারবার বেল্ট এবং প্লাস্টিকের পাইপ দিয়ে পেটানো হচ্ছে। যন্ত্রণায় মেঝেতে পড়ে যাওয়ার পরেও, তার পা চেপে ধরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকলেও নির্যাতন থামেনি। পুলিশ সূত্রে খবর, এমন ভাবেই ওই আবাসিক স্কুলে পড়ুয়াদের উপর অত্যাচারের ঘটনা ঘটছিল। স্কুলের এক কর্মী বিষয়টি বন্ধ করার উদ্দেশ্যে ভিডিয়ো করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন।

    পুলিশ জানিয়েছে, ভিডিয়োতে দেখতে পাওয়া ব্যক্তির নাম অক্ষয় ইন্দুলকার। ভিডিয়োতে তাঁকে মারধর করতে দেখা গিয়েছে। এখানেই শেষ নয়, ভিডিয়োয় ধরা পড়েছে যে অসহায়, নিরীহ শিশুটির চোখে লঙ্কাগুঁড়ো ডলে দেন অভিযুক্তের স্ত্রী। কিশোর বার বার কাঁদতে কাঁদতে জল চাইলেও অত্যাচার থামেনি বরং তা বাড়তে থাকে। ভুক্তভোগীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলায় একটি এফআইআর দায়ের করেছে। অক্ষয় ইন্দুলকার, তাঁর স্ত্রী এবং স্কুলের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

  • Link to this news (এই সময়)