• কথা রাখলেন মমতা, বাংলায় এ বার ‘মহাত্মাশ্রী’, বিজ্ঞপ্তি জারি
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বৃহস্পতিবারই। ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি বিজ্ঞপ্তিও জারি হলো। রাজ্যের নিজস্ব ১০০ দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তন হলো।

    বৃহস্পতিবার এমজি-নারেগা (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট) প্রকল্পের নাম পরিবর্তন করে ভিবি-রামজি (বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)) করেছিল কেন্দ্র। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে সেই বিল এখন আইনে পরিণত হওয়ার অপেক্ষায়।

    একশো দি‍নের কাজের প্রকল্প থেকে গান্ধীর নাম মুছে ফেলার তীব্র বিরোধিতা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের প্রকল্প ‘কর্মশ্রী’র নাম মহাত্মার নামে করা হবে। শনিবার রাজ্যপালের সম্মতির পরে সেই নতুন নামে সিলমোহর পড়ল। আগামী অর্থবর্ষ থেকে এর নাম হবে ‘মহাত্মাশ্রী’।

    শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এই প্রকল্পে এতদিন এক জন জবকার্ড হোল্ডার বছরে ৭০ দিন পর্যন্ত কাজ পেতেন। আগামী অর্থবর্ষ থেকে তা বেড়ে ১০০ দিন হবে।

    মনরেগা–র নাম পরিবর্তন নিয়ে কেন্দ্র তথা বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীও। শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন — ‘মনরেগা–র উপরে বুলডোজ়ার চালিয়েছে কেন্দ্র।’ এর আগে বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে মমতা বলেছিলেন, ‘মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হলো! লজ্জা হচ্ছে, আমরা কি জাতির জনককে ভুলে যাচ্ছি?’ এর পরে ওই মঞ্চ থেকেই কর্মশ্রী–র নাম মহাত্মার নামে করা হবে বলে ঘোষণা করেন তিনি।

    একই ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে সনিয়ার মন্তব্য, ‘মনরেগা-কে দুর্বল করে মোদী সরকার লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক, ভূমিহীন মানুষের স্বার্থে আঘাত হেনেছে।’ কংগ্রেস নেত্রীর অভিযোগ, গত ১১ বছর ধরে কেন্দ্রীয় সরকার গ্রামের গরিব মানুষের স্বার্থ উপেক্ষা করেছে।

    সনিয়ার কথায়, ‘এটা দুর্ভাগ্যজনক বিষয় যে, সম্প্রতি সরকার মনরেগা–র উপরে বুলডোজ়ার চালিয়েছে। শুধু মহাত্মা গান্ধীর নাম মোছেনি, মনরেগা–র আসল রূপ এবং কাঠামো যথেচ্ছ ভাবে পরিবর্তন করা হয়েছে। কোনও আলোচনা ছাড়াই, বিরোধীদের পরামর্শ ছাড়াই এই কাজ করেছে কেন্দ্র।’ বছর কুড়ি আগে মনমোহন সিংয়ের জমানায় এই প্রকল্প চালু করেছিল কংগ্রেস নিয়ন্ত্রিত ইউপিএ সরকার।

  • Link to this news (এই সময়)