• চেনা ছন্দে ডুয়ার্স, উপচে পড়া ভিড় পর্রযটকদের
    আজকাল | ২১ ডিসেম্বর ২০২৫
  • প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার: এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ হতেই পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়েছে পর্যটকদের ভিড়। আলিপুরদুয়ার জেলার পর্যটন কেন্দ্র জলদাপাড়া, চিলাপাতায় দেখা গিয়েছে পর্যটকদের ভিড়। পর্যটন কেন্দ্রের হোটেল, হোম স্টে-তেও প্রায় ফুল বুকিং।

    গত ৪ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়া চলে গত ১৬ ডিসেম্বর পর্যন্ত। ফলে শীতের ভরা মরশুমে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার তাগিদে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বুকিং বাতিল করেন দূরদূরান্তের পর্যটকেরা। আর তাতেই ক্ষতির মুখে পড়েছিলেন এলাকার পর্যটন ব্যবসায়ীরা। হোটেলগুলিতে একের পর এক বুকিং বাতিল হতে থাকে। 

    সম্প্রতি এনুমারেশন প্রক্রিয়া শেষ হয়। গত ১৭ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হতেই চিন্তা দূর হয় আমজনতার। বিএলও-রা এনুমারেশন ফর্ম নিয়ে বাড়িতে আসবেন, তখন বাড়িতে কাউকে না পেলে সমস্যা হয়ে যাবে, এই ভাবনার অবসান হয়েছে। সামনে উৎসবের দিন, মন এখন ঘুরতে যাওয়ার জন্য আনচান করবে সেটাই স্বাভাবিক। সামনেই বড়দিন, একটু ঘোরাঘুরি করেই নতুন বছরের শুরু করতে চান পর্যটকরা। কিছু পর্যটক ঘুরতে যাওয়ার জন্য পাহাড় পছন্দ করেন, আবার কেউ অরণ্য। সবুজ অরণ্য, বন্য জন্তু, জানা-অজানা পাখি দেখতেই পর্যটকরা আসছেন চিলাপাতায়।

    শুধু জঙ্গল ঘুরে মন ভরছে না! চাই আরও অ্যাডভেঞ্চার? রহস্যের উন্মোচন করতে যদি মন চায় আপনার, তাহলে চিলাপাতার জঙ্গল বেড়াতে এসে নল রাজার গড় হয়ে উঠবে পর্যটকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। যদিও সম্পূর্ণ গড় ঘুরে দেখতে পারবেন না। কারণ সংস্কারের কাজ বাকি। তবে গড়ের প্রবেশ দ্বার, উঁচু পাঁচিল দেখতে পারবেন। গড় সংলগ্ন এলাকায় একটি ঝিল দেখতে পাওয়া যাবে, যা ইতিহাসের ধারক, বাহক। সন্ধ্যাবেলায় চিলাপাতা পয়েন্টর সামনে উপভোগ করতে পারবেন রাভা বস্তির মহিলাদের সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান। তাঁদের হাতের খাবার খাওয়ার সুযোগ পাবেন। বন্যপ্রাণীদের আরও কাছ থেকে দেখতে হলে চিলাপাতা থেকে কিছুটা দূরে আসতে হবে কোদালবস্তিতে। এখানে সিসি লাইন থেকে দেখা যাবে কাছ থেকে বন্য প্রাণীদের। 

    এনুমারেসন ফর্ম জমা'র প্রক্রিয়া শেষ হতেই ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল লক্ষ করা গেছে। এদিন ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে দেখা গেল সুদূর বারাসতের একদল পর্যটকদের। বারাসত থেকে আসা সেই দলের সদস্য শোমা রায় ব্যানার্জি জানান, 'আমার বিগত বেশ কয়েক বছর ধরেই ডুয়ার্সের বিভিন্ন এলাকা ঘুরে বেড়াই। প্রতি বছরের মতো গত নভেম্বর মাসের মাঝের দিকে ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে আসার পরিকল্পনা ছিল। আমাদের দলে প্রায় ২৫টি পরিবার রয়েছে। প্রত্যেকেই নিজেদের গাড়ি নিয়ে ঘুরে বেড়াই। তবে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কারণে জঙ্গল ভ্রমণ বাতিল করতে বাধ্য হই। সম্প্রতি সেই প্রক্রিয়া শেষ হতেই আমার ডুয়ার্সের প্রকৃতির আনন্দ উপভোগ করতে বেরিয়ে পড়েছি। তবে দলের সকলের একসঙ্গে সময় না থাকায় আমরা অল্প সংখ্যক সদস্যরাই ঘুরতে এলাম। গত ১৩ ডিসেম্বর থেকে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি।' 

    শীতের ভরা মরশুমে পর্যটনে ক্ষতির বিষয়ে নিয়ে চিলাপাতার পর্যটন ব্যবসায়ী দিলীপ ওরাও জানান, 'পর্যটকদের জলদাপাড়া, চিলাপাতার জঙ্গল সব সময় পছন্দের। মাঝে পর্যটনের মরশুম থাকা সত্ত্বেও, বুকিং ছিল না এসআইআর-এর কারণে। কিন্তু আবার পর্যটকদের ভিড় বাড়ছে। নতুন বছরের শুরু ভাল কাটবে, এই আশা রাখছি।' 
  • Link to this news (আজকাল)