• দিল্লিতে শৈত্যপ্রবাহ, ধোঁয়াশায় ‘অন্ধ’ রাজধানীতে বাতিল শতাধিক বিমান
    প্রতিদিন | ২১ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুমের প্রথম শৈত্যপ্রবাহে কাবু দিল্লি। শনিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম। শুধু হাড় কাঁপুনি ঠান্ডা নয়। সঙ্গে দোষর দূষণ। কার্যত দমবন্ধ পরিস্থিতি দিল্লিবাসীর। অন্যদিকে, ঘন ধোঁয়াশার কারণে এদিন সকালে রাজধানীতে বাতিল করা হয়েছে ১২৯টি বিমান।

    ধোঁয়াশা এবং দূষণের জেরে দীপাবলির পর থেকে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ  দিল্লির বাতাসের সামগ্রিক গুণমান সূচক (একিউআই) ছিল ৩৯৬, যা নির্দেশ করে রাজধানীর বাতাস প্রায় ‘ভয়াবহ’ পর্যায়ে রয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল চাঁদনী চক (৪৫৫), উজিরপুর (৪৪৯), রোহিণী (৪৪৪), জাহাঙ্গীরপুরী (৪৪৪), আনন্দ বিহার (৪৩৮) এবং মুন্ডকা (৪৩৬) । কনকনে ঠান্ডা এবং দূষণের জেরে রাজধানী এবং তার আশপাশের এলাকায় ‘ধোঁয়াশা’ তৈরি হয়েছে, যা দৃশ্যমানতাকে কার্যত শূন্যে নামিয়ে আনার পাশাপাশি জনজীবনও বিপর্যস্ত করে তুলেছে। রবিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামায় বিলম্ব হয়েছে। বাতিল করা হয়েছে বহু বিমান। তাছাড়া নির্ধারিত সময়ের পরেও ছেড়েছে বহু উড়ান।

    দূষণ মোকাবিলার জন্য রাজধানীতে সর্বোচ্চ স্তরের নিয়ন্ত্রণবিধি জারি রয়েছে। তার পরেও অবশ্য দিল্লির বাতাসের গুণমানের উন্নতি হচ্ছে না। দূষণ রোধে সম্প্রতি ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। তার ট্রায়ালও হয়। কিন্তু বৃষ্টি হয়েছে না-হওয়ার-মতো। অথচ  তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বেড়েছে দূষণ। এহেন পরিস্থিতিতে দিল্লির বাতাস শিশু ও বর্ষীয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অনেকেরই চোখজ্বালা ও ক্রমাগত কাশির উপসর্গ রয়েছে। জল স্প্রে করে দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে প্রশাসন। কিন্তু পরিস্থিতির উন্নতি আর হচ্ছে না।
  • Link to this news (প্রতিদিন)