• বাংলাদেশের হিংসার আঁচ যেন কলকাতায় না পড়ে, সতর্ক করলেন সিপি
    প্রতিদিন | ২১ ডিসেম্বর ২০২৫
  • অর্ণব আইচ ও নিরুফা খাতুন: জ্বলছে বাংলাদেশ। ওপার বাংলায় হিংসার আঁচ কোনওভাবে যেন কলকাতায় না এসে পৌঁছয় এমনটাই নির্দেশ দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার কলকাতা পুলিশের মাসিক ক্রাইম মিটিং করেন কমিশনার। এদিন ক্রাইম মিটিংয়ে বাংলাদেশের অশান্তির বিষয়টিও উঠে আসে।

    সূত্রের খবর, কমিশনার এদিন স্পষ্ট করে বলেন, বাংলাদেশে বর্তমানে যে অশান্তি চলছে তার সূত্রে কলকাতায় যে কোনও ধরনের গোলযোগের আশঙ্কা দেখা দিলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। কলকাতা পুলিশ এলাকার অন্তর্গত সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারির পাশাপাশি, এসআইআর সংক্রান্ত শুনানির সময় শহর এবং বিশেষ করে শহরতলির থানা এলাকাগুলিতে কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে।

    এদিকে, শহরে উৎসবের মরশুম। সামনে বড়দিন। তারপরই নববর্ষ। উৎসবের মরশুমে শহরে আইন-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিয়ে থানাগুলিকে সতর্ক করেছেন সিপি। বড়দিন ও বর্ষবরণের রাতে নৈশ পার্টি হয়। রাতভর রাস্তায় লোকজনের ভিড় থাকে। শ্লীলতাহানি বা মহিলাদের সঙ্গে কোথাও কোনও অভব্য আচরণ যাতে না ঘটে সেদিকে পুলিশকে নজর রাখতে বলা হয়েছে। এছাড়া মদ্যপ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল ও গেস্ট হাউসগুলিতে নিয়মিত তল্লাশি ও অভিযান চালাতে স্থানীয় থানাগুলিকে নির্দেশ দেন সিপি।

    এছাড়া, শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এদিন আলোচনা হয়। দাহ্য পদার্থ মজুত রাখা গুদামগুলির লাইসেন্স পর্যালোচনা করতে বলা হয়েছে। সেজন্য সমস্ত থানাকে তাদের নিজ নিজ এলাকার দাহ্য বস্তু মজুত রয়েছে এরকম গুদামের সংখ্যা, সেখানে কী ধরনের দাহ্য পদার্থ মজুত রয়েছে তার তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। কোনও ধরনের অনিয়ম পেলে সংশ্লিষ্ট গুদামঘরের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে নির্দেশ দিয়েছেন কমিশনার।
  • Link to this news (প্রতিদিন)