• ‘বিজেপির দৃষ্টিকোণ দিয়ে সঙ্ঘকে উপলব্ধি করা সম্ভব নয়’, কলকাতায় এসে বড় বার্তা মোহন ভাগবতের
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৫
  • ‘হিন্দু সমাজের ঐক্য এবং সংহতিই সঙ্ঘের একমাত্র লক্ষ্য’, রবিবার RSS-এর শতবর্ষ অনুষ্ঠানে বাংলায় এসে এই বার্তাই দিলেন মোহন ভাগবত। রবিবার সায়েন্স সিটিতে RSS-এর ‘শতায়ু সংঘ’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। সেখান থেকেই তাঁর ইঙ্গিতপূর্ণ বার্তা, ‘সঙ্ঘের স্বয়ংসেবকরা বিভিন্ন ক্ষেত্রে (পেশায়) রয়েছেন। অনেকে রাজনীতিতেও রয়েছেন। যদি কেউ বিজেপির দৃষ্টিকোণ দিয়ে সঙ্ঘকে উপলব্ধি করতে চান, সে ক্ষেত্রে তা বৃথা প্রমাণিত হবে। সঙ্ঘকে অনুভব করতে হবে।’ টিকিট পাওয়ার জন্য সঙ্ঘের কাজ নয়, নিঃস্বার্থ ভাবে করতে হবে, বার্তা তাঁর।

    এ দিন সঙ্ঘ প্রধানের কণ্ঠে শোনা গিয়েছে রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের নাম। মোহন ভাগবত এ দিন বলেন, ‘সঙ্ঘের বিরুদ্ধে সরাসরি ভুল ন্যারেটিভ ছড়ানোর লোকের অভাব নেই। কিন্তু RSS কাউকে শত্রু বলে মনে করে না।’

    রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার নিয়ে বলতে গিয়ে সঙ্ঘ প্রধান বলেন, ‘রামমোহন রায় সমাজ সংস্কারের জন্য সারা জীবন লড়াই করে গিয়েছেন। তাঁর সময় থেকে সমাজ সংস্কারের কাজ শুরু হয়েছিল। সেই ধারাই RSS বয়ে নিয়ে যেতে চায়।’

    এ দিন তিনি হিন্দু সমাজকে এক হওয়ার বার্তা দেন। হিন্দু সমাজ ঐক্যবদ্ধ না হওয়ায়, বিভিন্ন সময়ে ভারত বিদেশিদের হাতে গিয়েছে বলে জানান তিনি। সেই পরিস্থিতি যাতে না হয়, তার জন্য সমগ্র হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন বাংলার মাটি থেকেই। উত্তাল বাংলাদেশ, এই আবহে বাংলায় এসে মোহন ভাগবতের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    (রিপোর্টিং: প্রীতিশ বন্দ্যোপাধ্যায়)

  • Link to this news (এই সময়)