নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডায়মন্ড হারবারের সঙ্গে উত্তর দমদম এক সূত্রে বাধা পড়ল 'সেবাশ্রয়' কর্মসূচির মধ্যে দিয়ে। ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় কর্মসূচি শুরু করেছেন। একইভাবে আজ, রবিবার থেকে উত্তর দমদম বিধানসভা এলাকায় এই কর্মসূচি শুরু করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সৌগত রায়, উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস সহ বিধানসভা এলাকার জনপ্রতিনিধিরা।
জানা গিয়েছে, গোটা বিধানসভা এলাকায় একমাস এই 'সেবাশ্রয়' কর্মসূচি চলবে। এরপর জানুয়ারি মাসে হালিশহরে তা শুরু করবেন সাংসদ পার্থ ভৌমিক। এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। রয়েছে বিভিন্ন শারীরিক পরীক্ষার সুবিধা। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি এখন দ্বিতীয় পর্যায়ে চলছে। এর আগে গত বছর প্রথম পর্যায়ে ৭৫ ধরে এই কর্মসূচি চলেছিল।