• বড়দিনের আগে জবুথবু কলকাতা, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রির ঘরে
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৫
  • কলকাতা, ২১ ডিসেম্বর: বড়দিনের আগে বড় পারদপতন। শীতের শিরশিরানিতে জবুথবু তিলোত্তমা। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, চলতি মরশুমের শীতলতম দিন আজ, রবিবার। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪.৪ ডিগ্রিতে। স্বাভাবিকের তুলনায় যা ০.৭ ডিগ্রি কম। গতকাল শহরের ন্যূনতম তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি।

    একই ছবি জেলায় জেলায়। একদিকে উত্তুরে হাওয়ার প্রভাবে ঠান্ডা বাতাস। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। সব মিলিয়ে জেলায় জেলায় জাঁকিয়ে বসেছি শীত। দক্ষিণবঙ্গের মধ্যে আজ শীতলতম স্থান শ্রীনিকেতন। তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১০.৭ ডিগ্রি। উত্তরের সমতলের মধ্যে আলিপুরদুয়ারের তাপমাত্রা সর্বনিম্ন। ৯ ডিগ্রি সেলসিয়াস।

    কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় এদিন সকাল থেকে কুয়াশা এবং আকাশ কিছুটা মেঘলা করে আছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট। এর কারণ হিসেবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তুরে হাওয়ার পাশাপাশি বাংলাদেশের দিক থেকে পুবালি বাতাস প্রবাহিত হওয়ায় বায়ুমণ্ডলের নীচের স্তরে বেড়ে গিয়েছে জলীয় বাষ্পের উপস্থিতি। যে কারণে দাপট কুয়াশার। 
  • Link to this news (বর্তমান)