• উলুবেড়িয়ায় ফের মন্দিরে চুরি, তদন্তে পুলিশ
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়া জেলার উলুবেড়িয়ায় ফের মন্দিরে চুরি। উদয়নারায়ণপুরের পর এবার কুলগাছিয়ায়। শনিবার রাতে কুলগাছিয়ার ইসকনের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।জানা গিয়েছে, গতকাল রাতে মন্দির বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন ভক্তরা। আজ ভোরে মঙ্গলারতি করতে এসে এক ভক্তের নজরে পড়ে মন্দিরের দরজার তালা ভাঙা। পরে তিনি অন্যদের খবর দেন।মন্দির সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা প্রথমে মন্দিরের সিসি ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। এর পরে সিসি ক্যামেরার তার কেটে মন্দিরে ঢুকে তারা দেবতার সমস্ত পিতল-কাঁসার বাসন, প্রণামী বাক্স এবং মন্দিরের ভিতরে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে বলে মনে করা হচ্ছে। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)