৭০ কিমি দূরে বাইক করে পুলিশের চাকরির পরীক্ষা দিতে যাওয়াই কাল! তরুণীকে পিষে দিল ১০ চাকার ট্রাক
প্রতিদিন | ২১ ডিসেম্বর ২০২৫
শান্তনু কর, জলপাইগুড়ি: কলকাতা পুলিশের নিয়োগের পরীক্ষা দিতে বাইক চেপে স্বামীর সঙ্গে রওনা হয়েছিলেন তরুণী। তাঁদের সঙ্গে ছিল চার বছরের ছোট্ট শিশু। দীর্ঘ ৭০ কিমি পথ বাইকে পাড়ি দেওয়াই কাল হল। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তায় ছিটকে পড়ে যান ওই পরীক্ষার্থী। পিছন থেকে একটি ১০ চাকার ট্রাক তাঁকে পিষে দেয়! ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। মৃতার নাম মাধবী বর্মণ সরকার। স্বামী ও চার বছরের সন্তান সুস্থ আছে বলে খবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি ঘুঘু ডাঙার সাহা পাড়ার বাসিন্দা মাধবী সরকার। এদিন ধূপগুড়িতে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা ছিল। সেই পরীক্ষার জন্য যাচ্ছিলেন ওই তরুণী। জানা যায়, স্বামীর সঙ্গে বাইকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো সকালেই তাঁরা বাইকে করে বেরিয়েছিলেন। বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সকালের দিকে ঘন কুয়াশা থাকছে। এদিনও সকালে গাঢ় কুয়াশা ছিল।
বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্ব প্রায় ৭০ কিমি। সেই পথ বাইকে যাওয়াই কি কাল হল? সেই প্রশ্ন উঠেছে। জলপাইগুড়ি, হলদিবাড়ি রাজ্য সড়কের উপর ঘুঘুডাঙার সাহা পাড়ার কাছে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাইকটি। তিনজনেই ছিটকে যায় রাস্তায়। পিছন থেকে একটি ট্রাক দ্রুতগতিতে আসছিল। ট্রাকের চাকা পিষে দেয় বছর ২৫-এর মাধবীকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তরুণীর। প্রাণে বেঁচে যান বাবা ও শিশু।
ঘটনা দেখে দ্রুত ছুটে যায় স্থানীয়রা। তাড়া করে ওই ঘাতক ট্রাকটিকে ধরে ফেলা হয়। পাকড়াও করা হয় চালককে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।