সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের মধ্যেই ফের ‘বেসুরো’ বিজেপির তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল জমানার অবসান ঘটানোয় দলের শীর্ষ নেতৃত্বের ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলে গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেছিলেন। এবার ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে নিগ্রহ, তাঁর জীবিকা নির্বাহের সরঞ্জাম নষ্ট করে দেওয়ার তীব্র নিন্দা করলেন তিনি।
একটি বাংলা সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে তিনি ওই নিগ্রহে জড়িতদের ‘কুলাঙ্গার’ আখ্যা দিয়ে বলেন, এরা কারা! কারা এসে জুটল! প্রশ্ন করেন, একজন খেটে খাওয়া, মেহনতী মানুষের উপার্জন বন্ধ করে দেওয়ার কী অধিকার আছে তাদের? তাঁকে মারার অধিকার কে দিল? পশ্চিমবঙ্গের রাজনীতি এটা নয়। একইসঙ্গে নিগ্রহকারীদের উদ্দেশে মন্তব্য করেন, যা না, যাঁরা ভারতবর্ষ শাসন করছে, তাঁদের গায়ে হাত তোল না, হাত-পা ভেঙে দেবে। একটা কথাও বলতে পারবি না।
একইসঙ্গে প্যাটিস বিক্রেতার নিগ্রহকারীরা দলের কেউ হলে অবিলম্বে বের করে দেওয়ার দাবিও করেন তিনি। গেরুয়া সাংসদের এই অবস্থানে জল্পনা, কৌতূহল ছড়িয়েছে। কেননা প্যাটিসকাণ্ডে অভিযুক্তদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন বিজেপিরই আইনজীবী নেতা। এমনকী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিন অভিযুক্ত জামিনে বেরনোর পর তাঁদের সংবর্ধনাও দেন। ঘটনাচক্রে অভিযুক্তরা সকলেই কোনও না কোনও হিন্দুত্ববাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত। সাক্ষাত্কারে তিনি আর জি কর কাণ্ডের প্রসঙ্গও তোলেন। বলেন, অভয়া কি মুসলিম ছিল? তারপরই বিস্ফোরক মন্তব্য করেন, বিজেপি কোনওদিন পশ্চিমবঙ্গ শাসন করলে কি মুসলিমদের ধরে ধরে মারা হবে। বিজেপিকে সুশাসন উপহার দিতে হবে। আর সেজন্য গোড়া থেকেই শক্ত হাতে এ ধরনের ঘটনার মোকাবিলা করতে হবে।