• জাতীয় নাট্যোৎসবে বিদেশের ছোঁয়া, তালিকায় পাঞ্জাব, ওডিশা, মহারাষ্ট্রের নাটকও
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, বহরমপুর: দেশ-বিদেশের নাটক নিয়ে শীতের পরশ গায়ে মেখে বৃহস্পতিবার থেকে বহরমপুর রবীন্দ্রসদনে শুরু হয়েছে জাতীয় নাট্যোৎসব। বহরমপুর শহরের অন্যতম জনপ্রিয় নাটকদল সুহৃদ-এর সুবর্ণজয়ন্তী বর্ষের তৃতীয় পর্যায়ের অনুষ্ঠান এই নাট্যোৎসব। ১৯৭৬ থেকে নিয়মিত নাট্যোৎসবের আয়োজন করছে ওই নাট্যদল। যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এর সূচনার দিনে ছিল আয়োজক সংস্থা সুহৃদ গোষ্ঠীর নাটক ‘দিশারী’। এর পরে পর পর মঞ্চস্থ হবে আমেরিকার নিউ জার্সি, পাঞ্জাব, ওডিশা, মহারাষ্ট্রের নাটক।

    শুক্রবার ছিল গুণীজন সংবর্ধনা। আয়োজক সংস্থার পক্ষ থেকে শিল্পী ও নাট্যকর্মী সুগত সেন, কবি ও নাট্যকর্মী অনুপম ভট্টাচার্য ও নাট্য ব্যক্তিত্ব কমল লাহিড়িকে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা। এর পরে মঞ্চস্থ হয় কোচবিহারের স্বপ্ন উড়ান-এর নাটক ‘এখানে থেমো না’। শনিবার ছিল কোচবিহার কম্পাস-এর প্রযোজনায় নাটক ‘কোর্ট মার্শাল’।

    ওই দিন চুঁয়াপুর সুহৃদের দ্বিতীয় নাটক ‘স্বরবর্ণ’ মঞ্চস্থ হয়, যা ১২৫ তম প্রযোজনা। জ্যোৎস্নাময় ঘোষের ‘স্বরবর্ণ’ নাটকের আলোক প্রক্ষেপণের দায়িত্বে ছিলেন শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, আবহে বরুণ চক্রবর্তী, নির্দেশনা ও সামগ্রিক পরিকল্পনায় হরপ্রসাদ দাস। অশিক্ষায় নিমজ্জিত সমাজ কী ভাবে শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজ পরিবর্তন করতে পারে তার জ্বলন্ত দলিল ওই নাটক। সমাজে বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে নাটকে। হরপ্রসাদের নিপুন পরিচালনায় এবং শাহানাজ বেগম, অতনু চক্রবর্তী, বরুণ চক্রবর্তী, তপন ভাস্কর, কাঞ্চন চট্টোপাধ্যায় এবং হরপ্রসাদ দাসের অনবদ্য অভিনয় নাটকের অন্যতম প্রাপ্তি। এ ছাড়াও সুপ্রভাত চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গান্ধী, সৌমেন ভট্টাচার্যের অভিনয় ছিল যথাযথ।

    প্রেক্ষাগৃহপূর্ণ দর্শকের সামনে মঞ্চস্থ হওয়া প্রমাণ করে সুহৃদ-এর প্রয়াস সার্থক। রবিবার মঞ্চস্থ হয়েছে মহারাষ্ট্রের পুনের স্বতন্ত্র থিয়েটারের নাটক ‘আধে আধুরে’। আজ, সোমবার সন্ধ্যায় শুরুতে রয়েছে সেমিনার। এর পরে নাটক ‘শেষ সংতক’, যা ওডিশার আরোহনা নাট্যগোষ্ঠীর প্রযোজনা। ২৩ ডিসেম্বর রয়েছে পাঞ্জাবের মঞ্চ রঙ্গমঞ্চ-এর নাটক ‘বাসন্তী চোলা’। ওই সন্ধ্যায় দ্বিতীয় নাটক হিসেবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের অনন্য থিয়েটার গোষ্ঠী মঞ্চস্থ করবে ‘ত্রিনয়নী’। মহাশ্বেতা দেবী ওই নাটকটির অনুবাদ করেছেন। ২৪ ডিসেম্বর মঞ্চস্থ হবে ‘পল ও ভিনসেন্ট’ এবং ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’। দু’টি নাটক আমেরিকার একতা গোষ্ঠীর প্রযোজনা।

    সুহৃদ নাট্যগোষ্ঠীর কর্ণধার তথা নির্দেশক হরপ্রসাদ দাস বলেন, ‘সত্তরের দশকের সেই উত্তাল সময়ে ১৯৭৬–এ একদল দামাল ছেলে সমাজ পরিবর্তনের লক্ষ্যে চুঁয়াপুর সুহৃদ নাটকের দল গড়ে তুলেছিলেন। যার মূল উদ্দেশ্য ছিল, জনগণের জন্য নাটক, নাটকের জন্য জনগণ নয়। সেই চলার পথে অনেক বাধা, বিপত্তি, প্রতিকূলতা এসেছে। কিন্তু নাটক থামেনি।’ তাঁর কথায়, ‘জন্মলগ্ন থেকেই নাটককে শুধু বিনোদনের অঙ্গ হিসেবে না দেখে নাটক সমাজের দর্পণ হতে পারে, সে বিষয়ে আমরা সচেতন।’

  • Link to this news (এই সময়)