প্রকাশ্য জনসভা থেকে তৃণমূল কর্মীদের লাঠি ও ঝাঁটা দিয়ে মারার নিদান দলেন বিজেপি নেতা। মালদার বৈষ্ণবনগরের ১৬ মাইলে বিজেপির একটি জনসভা থেকে এই বক্তব্য রাখলেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তারক ঘোষ।
তিনি বলেন, "প্রত্যেক মা-বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন, হাতে ঝাঁটা ধরবেন। যেখানেই দেখবেন, সেখানেই পেটাবেন। যতক্ষণ না পশ্চিমবঙ্গ থেকে এদের উৎখাত করে ফেলছি, ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে।" পাশাপাশি তাঁর সংযোজন, "আমরা শুধু সরকারের পরিবর্তন করব না। বাংলার পরিবর্তন করব, সোনার বাংলা করব।"
প্রকাশ্য সভা থেকে বিজেপি নেতার এই বক্তব্য ঘিরে অবশ্য ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূলও। তৃণমূল বিধায়কের দাবি সামনে ভোট আছে মাঠে ময়দানে দেখা হবে।
কেন তিনি ঝাঁটা, লাঠি দিয়ে মারার কথা বললেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তারক ঘোষ জানান, "এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এখানকার বিধায়ক একজন মহিলা। এই রাজ্যে নারী নির্যাতন চলছে। মহিলারা বিচার পাচ্ছে না। আর সেই কারণেই বলেছি হাতে ঝাঁটা, লাঠি নিতে হবে।"
এলাকার তৃণমূল বিধায়ক চন্দনা সরকার অবশ্য বলেছেন, "বিজেপির টিকিট নেওয়ার জন্য এই নেতা এমন উল্টো পাল্টা কথা বলছে। সামনে নির্বাচন মাঠে ময়দানে দেখা হবে।"