• শাহজাহান মামলায় সাক্ষীর গাড়িতে ধাক্কা মারার ঘটনায় গ্রেপ্তার ঘাতক ট্রাকের চালক
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৫
  • সন্দেশখালিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআইয়ের মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার ঘটনায় মূল অভিযুক্তকে ন্যাজাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আব্দুল আলিম মোল্লা। রবিবার গভীর রাতে ন্যাজাট থানার পুলিশ মিনাখাঁ থেকে আলিমকে গ্রেপ্তার করেছে। দুর্ঘটনার সময়ে আলিম মোল্লাই ট্রাকটি চালাচ্ছিলেন বলে এর আগে জানা গিয়েছিল। কিছুদিন আগে ন্যাজাট থানার পুলিশ এই মামলায় এফআইআরে নাম থাকা ধৃত নজরুল মোল্লাকে গ্রেপ্তার করেছিল।

    উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বয়ারমারিতে গত বুধবার, ১০ ডিসেম্বর সকালে চার চাকার একটি ছোট গাড়ির সঙ্গে ১৬ চাকার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় ছোট গাড়িটিতে থাকা শাহজাহানের বিরুদ্ধে সিবিআইয়ের মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ আহত হন এবং তাঁর ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ও চালক শাহনুর আলম মারা যান। তদন্তকারীরা জানিয়েছিলেন, ১৬ চাকার ওই ট্রাকের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন নজরুল মোল্লা।

    ভোলানাথ তাঁর অভিযোগে জানিয়েছিলেন, দুর্ঘটনার পরে চালক আব্দুল আলিম মোল্লাকে দুর্ঘটনাস্থল থেকে নজরুল মোল্লা তড়িঘড়ি মোটরবাইকে চাপিয়ে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। বর্তমানে ধৃত নজরুল মোল্লা পুলিশি হেফাজতে রয়েছেন। এর আগে এই ঘটনায় নজরুল-সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ বার ঘাতক ট্রাকের চালককে পুলিশ গ্রেপ্তার করল।

  • Link to this news (এই সময়)