• ৬ বছরে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৯৪টি হাতির, চলতি বছরে চতুর্থ দুর্ঘটনা
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৭ হাতির মৃত্যুতে শোকস্তব্ধ পশুপ্রেমীরা। ছিন্নভিন্ন হাতির দেহ দেখে শিউরে উঠছেন সকলেই। হিসেব বলছে, চলতি বছরে এই নিয়ে চতুর্থবার এমন ঘটনা ঘটল। যার মধ্যে দুটি ঘটনা জলপাইগুড়ির। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে অর্থাৎ বিগত ৬ বছরে ট্রেনের ধাক্কায় ৯৪টি হাতির প্রাণ গিয়েছে। 

    শনিবার ভোররাতে অসমের হোজাই জেলায় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় সাতটি হাতির। গুরুতর জখম হয়েছিল এক হস্তিশাবক। পরে তারও মৃত্যু হয়। এতগুলি হাতির মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট মহলে। শোকপ্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্বশর্মা। তিনি বনবিভাগকে ঘটনার তদন্ত করে বিস্তারিত রিপোর্ট পেশের নির্দেশও দেন। এরপরই চর্চায় উঠে এসেছে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা। আর তাতে যে পরিসংখ্যান জানা যাচ্ছে, তা অবাক করার মতোই। দুর্ঘটনা কমাতে পদক্ষেপ করা হয়েছে রেলের তরফেও। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশেষ নজরদারি, রেল-লাইনে সেন্সর বসানো, থার্মাল ক্যামেরা, ইকো-ফ্রেন্ডলি বাজার ইত্যাদি অনেক কিছুই করা হয়। তা সত্ত্বেও কমানো যায়নি দুর্ঘটনা। এই নিয়ে সংসদেও আলোচনা হয়েছে।  লোকসভার বাদল অধিবেশনে কেন্দ্রের তরফে হাতি মৃত্যুর পরিসংখ্যানও দেখানো হয়। বলা হয়, ২০১৯-২০ এবং ২০২৩-২৪ এর মধ্যে ট্রেনের ধাক্কায় ৮১টি হাতির মৃত্যু হয়েছে। সেই সংখ্যা ২০২৫ সালে ৯৪তে পৌঁছেছে। এই ধরনের দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের বিভিন্ন প্রান্তে হাতির জন্য বিপজ্জনক এমন রেল লাইনও চিহ্নিত করা হচ্ছে। বন্য জন্তু চলাচলের তীব্রতার উপর ভিত্তি করে ১৪টি রাজ্যের ১,৯৬৫.২ কিলোমিটার জুড়ে ৭৭টি রেলপথকে নির্দিষ্ট করা হয়েছে। এই লাইনগুলি দুর্ঘটনাপ্রবণ। তাই এখানে বিশেষ নজর রাখলে আগামীদিনে ট্রেনের ধাক্কায় হাতি বা অন্য জন্তুর মৃত্যু রোধ করা সম্ভব। বিষয়টা নিয়ে রাজ্য সরকার ও রেলের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানা যাচ্ছে।
  • Link to this news (বর্তমান)