• বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ‘দেশবিরোধী’দের তালিকায় ৩ বিজেপি কর্মী! তুমুল বিতর্ক
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • শ্রীনগর: কিস্তোয়ারে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ করছে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার (এমইআইএল)। র‌্যাটল পাওয়ার প্রোজেক্টে স্থানীয় কর্মীদেরই নিয়োগ করেছে হায়দরাবাদের এই সংস্থা। এঁদের মধ্যে অন্তত ২৯ জন কর্মীর নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। অভিযোগ, এঁরা দেশবিরোধী কাজে যুক্ত। প্রকল্পের অন্তর্ঘাতের কারণ হতে পারে এই কর্মীরা। ওই তালিকায় থাকা তিনজন কর্মীর বিজেপি-যোগ সামনে আসতেই বিতর্ক দেখা দিয়েছে। এখানেই শেষ নয়। ‘অভিযুক্ত’ ২৯ জনের মধ্যে অনেকেরই কিস্তোয়ারের বিজেপি বিধায়ক শগুন পরিহারের সঙ্গে ছবি রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গত ৮ মার্চ বিজেপির দ্রবশল্য শাখার পক্ষ থেকে দলের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এঁদের। বিজেপি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

    ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মোদি সরকার প্রতিশ্রুতি দেয়, এবার জম্মু ও কাশ্মীরে উন্নয়নের বন্যা বইবে। সেই উন্নয়নের ফ্ল্যাগশিপ প্রকল্প ৮৫০ মেগাওয়াটের এই র‌্যাটল পাওয়ার প্রোজেক্ট। কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বিজেপির দুই নেতা শগুন পরিহার এবং বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মার বিরুদ্ধে এই প্রকল্পে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে দু’জনেই সেই অভিযোগ অস্বীকার করেন। 

    এই অবস্থায় ১ নভেম্বর জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এমইআইএলকে চিঠি লিখে কিস্তোয়ারের বাসিন্দা এই ২৯ জনের কাজের ব্যাপারে আপত্তি জানানো হয়। প্রোজেক্ট ডিরেক্টর হরপাল সিং ১৬ ডিসেম্বর পুলিশকে জানান, ‘এই সব কর্মীদের উপর নজর রাখা হচ্ছে। দেশবিরোধী কাজের আভাস পেলেই তা পুলিশকে জানানো হবে।’
  • Link to this news (বর্তমান)