• মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনে সাফল্য বিজেপি জোটের, ধাক্কা বিরোধীদের
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • মুম্বই: মহারাষ্ট্রের পুর নির্বাচনেও গেরুয়া ঝড়। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এল বিজেপি। ভালো ফল করেছে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট ‘মহাযুতি’ও। এখনও পর্যন্ত ২৮৬টি নগর পরিষদ ও পুরসভার মধ্যে ১৩৩টিতে জয় পেয়েছে বিজেপি। একনাথ সিন্ধের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি যথাক্রমে ৪৬টি ও ৩৫টি নগর পরিষদে জিতেছে। অন্যদিকে, ধাক্কা খেয়েছে বিরোধীদের জোট ‘মহাবিকাশ আঘাড়ি’ বা এমভিএ।  কংগ্রেস ৩৫টি নগর পরিষদে জয় পেয়েছে। শারদ পাওয়ারের এনসিপি আটটি এবং উদ্ধব থ্যাকারের শিবসেনা মাত্র ছয়টিতে জিতেছে। ১০৫টি নগর পরিষদের সভাপতি নির্বাচনে সরাসরি জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে, শিবসেনা (সিন্ধেপন্থী) এবং এনসিপি (অজিতপন্থী) যথাক্রমে ১৫টি ও ১০টি সভাপতি নির্বাচনে জয়ী হয়েছে। কংগ্রেসের টিকিটে নগর সভাপতি পদে জিতেছেন ১৩ জন। এখনও পর্যন্ত ৬ হাজার ৮৫০টি কাউন্সিলার আসনের ফল ঘোষণা হয়েছে। যার মধ্যে বিজেপি জিতেছে ২ হাজার ৮০১টি আসনে। বিরোধী দলগুলির মধ্যে সবথেকে খারাপ ফল করেছে এনসিপি (শারদপন্থী) ও উদ্ধবপন্থী শিবসেনা। বরং কংগ্রেস কম আসনে লড়াই করলেও বাকি দুই জোটসঙ্গীর থেকে ভালো ফল করেছে। তবে রাজনৈতিক মহল এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখছে না। বিশেষজ্ঞদের মতে, যে দল রাজ্য বা কেন্দ্রে ক্ষমতায় থাকে, স্থানীয় নির্বাচনে তারাই বরাবর জয়ী হয়ে আসছে। একইসঙ্গে তাঁরা বলেছেন, মহারাষ্ট্রের মতো ডবল ইঞ্জিন রাজ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে বিরোধী দলগুলিকে আরও বেশি কাজ করতে হবে। বিরোধীদের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন শাসক জোটকে জিততে সাহায্য করেছে।
  • Link to this news (বর্তমান)